চায়নিজ সরকারের অর্থায়নে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে উক্ত ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬।
হোহাই বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম শীর্ষস্থানীয় ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ একশ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় হোহাই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বজুড়ে বিস্তৃত।
সুযোগ-সুবিধা
*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);
*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);
*রেজিস্ট্রেশন ফ্রি;
*কোনো টিউশন ফি লাগবে না;
*ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা;
*চিকিৎসা বিমা সুবিধা;
আরও পড়ুন: স্কলারশিপে মাস্টার্স-পিএইচডিতে পড়ুন চীনের চংকিং ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
আবেদনের যোগ্যতা
*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;
*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);
*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);
*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
আরও পড়ুন: গবেষণায় স্কলারশিপ দিচ্ছে তাইওয়ান, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা
প্রয়োজনীয় নথি
*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;
*দুটি সুপারিশপত্র;
*পাসপোর্টের একটি অনুলিপি;
*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;
*ইংরেজি ভাষা দক্ষতার সনদ অথবা ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র;
আরও পড়ুন: সিএসসি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের উহান বিশ্ববিদ্যালয়ে, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে নানা সুবিধা
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতেে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৬।