গণমাধ্যমের শক্তি শুধু সংবাদ প্রচারে নয়, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তার ভূমিকা আরও গভীর। এ স্বাধীনতার পথ ধরে সমাজে জন্ম নেয় ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, চিন্তার বহুমাত্রিকতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি। এজন্য সংবাদমাধ্যমের ‘মতামত’ বিভাগ যেন এক ধরনের চিন্তাক্ষেত্র, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নতুন করে দেখার জানালা খুলে যায়।
দেশের গুরুত্বপূর্ণ অনলাইন গণমাধ্যম হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বাস করে, মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা ছাড়া কোনো সুস্থ গণতান্ত্রিক পরিসর গড়ে উঠতে পারে না। এজন্য এখানে প্রকাশিত মতামত কখনো একমুখী নয়; বরং সমাজের নানা পথের ধারণা, গবেষণা, বিশ্লেষণ ও যুক্তিনির্ভর মতানৈক্যকে স্বাগত জানায়। এ বিভাগে লিখছেন দেশবরেণ্য কলামিস্ট, প্রখ্যাত লেখক, কবি-সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ চিন্তাবিদ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। তাদের লেখার বিষয়বস্তুও বিস্তৃত। সমসাময়িক রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে নাগরিক জীবনের খুব ব্যক্তিগত ও সূক্ষ্ম অভিজ্ঞতাও তুলে ধরেন তারা।
আমরা জানি, রাষ্ট্র ও সমাজ এগিয়ে যায় নীতিনির্ধারণী আলোচনার ভেতর দিয়ে। এ আলোচনার প্রধান প্ল্যাটফর্ম হতে পারে মতামতমূলক লেখা। মতামত বিভাগ শুধু ঘটনার বিবরণ দেয় না, ঘটনা কেন ঘটল, তার সামাজিক-রাজনৈতিক প্রভাব কী, ভবিষ্যৎ সম্ভাবনা বা আশঙ্কা কী, সেসব নিয়েও জরুরি আলোচনার জন্ম দেয়। অনেক সময় একটি মতামতই প্রশ্ন তোলে, নতুন প্রস্তাব দেয়, রাষ্ট্র ও নীতি-পরিকল্পনায় চিন্তার সূচনা ঘটায়। বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের জন্য এটি হয়ে ওঠে লেখালেখি, গবেষণা ও তর্কশীলতার এক অনানুষ্ঠানিক পাঠশালা।
ডিজিটাল যুগে, যখন তথ্য প্রবাহ দ্রুত এবং বিভ্রান্তিকর তথ্যও সহজে ছড়িয়ে পড়ে, তখন মতামত বিভাগ বাস্তবতা যাচাই, পর্যালোচনা ও চিন্তার গভীরতা বাড়ানোর প্রয়োজনীয় স্থান। ভিন্নমত দমন নয়, যুক্তি দিয়ে সমালোচনা, তথ্য দিয়ে তর্ক, এবং সম্মান নিয়ে সহাবস্থান, এটাই একটি সভ্য সমাজের লক্ষণ। এ লক্ষ্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতেই দ্য ডেইলি ক্যাম্পাস তার মতামত বিভাগে গুরুত্ব দেয় বহুমাত্রিক রচনা।
এখানে ছাপা হয় বিভিন্ন পথ ও মতের মানুষের বিশ্লেষণ, অবস্থান ও প্রস্তাবনা। কারণ আমরা বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা মানে শুধু একটি বিভাগ চালু রাখা নয়, বরং আগামীকে আরও বিবেকবান, গণতান্ত্রিক ও মানবিক করার প্রয়াস। মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা একটি মানুষের যেমন অধিকার, তেমনি সভ্য সমাজের ভিত্তি। একটি শক্তিশালী মতামত বিভাগ সংবাদমাধ্যমকে শুধু সমৃদ্ধই করে না; এটি সমাজকে যুক্তিবান, মানবিক ও গণতান্ত্রিক পথেও এগিয়ে নেয়। দ্য ডেইলি ক্যাম্পাস সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।