বর্তমান বিশ্বসভ্যতার অন্যতম চালিকাশক্তি বিজ্ঞান ও প্রযুক্তি। এ অগ্রযাত্রা বাংলাদেশও পিছিয়ে নেই। স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে যাত্রা শুরুর পর বাংলাদেশ ক্রমে আধুনিক বিজ্ঞান, যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নব্বইয়ের দশকের শেষভাগে ইন্টারনেটের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল বিশ্বের দরজা খুলে যায়। ২০০০ সালের পর ধীরে ধীরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে কয়েক কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, ই–কমার্স, অনলাইন শিক্ষা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তি আজ দৈনন্দিন জীবনের অংশ।
বাংলাদেশে আধুনিক বিজ্ঞান গবেষণার সূচনা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রযুক্তি শিক্ষার বিস্তারে ভূমিকা রাখে। সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (স্পারসো), আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট–সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। সম্প্রচার ও যোগাযোগব্যবস্থাকে তা আরও শক্তিশালী করেছে।
যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির বিপ্লব বাংলাদেশকে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। মোবাইল ফোন সেবা, থ্রি-জি, ফোর-জি এবং ফাইভ-জি প্রযুক্তি চালু হওয়ায় শহর থেকে গ্রাম সবখানেই তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে। ই–কমার্স ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ব্যবসা–বাণিজ্যকে করেছে আরও গতিশীল। টেলিমেডিসিন ও ই–হেলথ প্ল্যাটফর্ম চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে; কৃষি তথ্যসেবা অ্যাপ কৃষকদের ফসল উৎপাদন ও বিপণনে দিচ্ছে সহায়তা; অনলাইন শিক্ষার মাধ্যমে জ্ঞান এখন ঘরে বসেই পাওয়ার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি অনলাইন সংবাদপত্র দেশের তথ্যসেবাকেও আরও তরান্বিত করেছে।
বাংলাদেশ প্রযুক্তির অগ্রযাত্রার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। ডিজিটাল প্রতারণা, সাইবার অপরাধ, ভুয়া তথ্য প্রচার, আর্থিক জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। অনেকেই প্রযুক্তি ব্যবহারে সচেতন না হওয়ায় সাইবার প্রতারণার শিকার হন। এজন্য নিরাপদ ইন্টারনেট ও প্রযুক্তির নৈতিক ব্যবহারের বিষয়ে জনসচেতনতা অত্যন্ত জরুরি।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি শুধু একটি অংশ নয় বরং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের মূলভিত্তি। কৃষিতে আধুনিক প্রযুক্তি, শিল্পায়নে অটোমেশন, নগর উন্নয়নে স্মার্ট সলিউশন, স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষায় ই–লার্নিং প্ল্যাটফর্ম আগামী দিনের বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলবে। প্রজন্মের হাতে সঠিক প্রযুক্তি জ্ঞান পৌঁছে দেওয়া গেলে বাংলাদেশ জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তির লক্ষ্যই হলো মানবকল্যাণ, আর সেই কল্যাণেই গড়ে উঠবে একটি আধুনিক, উন্নত এবং প্রযুক্তি–সমৃদ্ধ রাষ্ট্র।
দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন সংবাদমাধ্যম। এ কারণে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশ-বিদেশের বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ, প্রতিবেদন প্রকাশের পাশাপাশি প্রযুক্তি পরামর্শও প্রকাশ করে। পাঠকের জন্য তুলে ধরে দেশ-বিদেশের সর্বশেষ আপডেট। এ বিভাগের অন্যান্য উপ-বিভাগগুলো হলো: ‘প্রযুক্তি সংবাদ’ ও ‘প্রযুক্তি টিপস’।