জাতির ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও সভ্যতার ধারাকে সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত করেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। একজন মানুষের শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব গড়ে ওঠে তার কঠোর পরিশ্রম, আদর্শ, সামাজিক ও রাষ্ট্রীয় অবদানের মধ্য দিয়ে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, মানুষকে প্রেরণা দেওয়া এবং সংস্কৃতি ও বিজ্ঞান, রাজনীতি ও মানবাধিকার, শিল্পকলায় অবদান রাখা ইত্যাদি গুণাবলি ব্যক্তিত্ব উজ্বল করে। এ অবদানের মাধ্যমেই একজন মানুষ শুধু নিজ সমাজে নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
দ্য ডেইলি ক্যাম্পাসের ‘ব্যক্তিত্ব’ বিভাগ গুরুত্বপূর্ণ কাজটি করে। এখানে বিশিষ্ট ব্যক্তিদের জীবনী, অর্জন, জন্মদিন ও মৃত্যুদিন, উল্লেখযোগ্য উক্তি, সমাজে ও রাষ্ট্রে তাদের প্রভাব এবং সমসাময়িক প্রাসঙ্গিক আলোচনা নিয়মিত প্রকাশিত হয়। বাংলাদেশে বা বিদেশে যেসব মানুষ শিক্ষাজগৎ, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, মানবাধিকার, সামাজিক কাজ বা শিল্পকলায় অবদান রেখেছেন, তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে পাঠকের সামনে তুলে ধরা হয়।
এ বিভাগের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক এবং সাধারণ পাঠক তাদের জীবনদর্শন, নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলী এবং সমস্যা সমাধানের দক্ষতার সঙ্গে পরিচিত হন। এটি শুধু ইতিহাস স্মরণ নয়; বরং বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী ধারণা ও প্রেরণা জোগায়।
সংক্ষেপে বলতে গেলে, ‘ব্যক্তিত্ব’ বিভাগ আমাদের শেখায় কীভাবে একজন মানুষ সমাজ ও রাষ্ট্রের উপর স্থায়ী ছাপ ফেলতে পারে। এটি মানবচেতনা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির এক কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে, পাঠককে অনুপ্রাণিত করে নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং সামাজিক দায়বোধে উদ্বুদ্ধ করতে। ব্যক্তিত্বের ইতিহাস ও প্রভাব চর্চা আমাদের শিক্ষা দেয়—মানুষ শুধু জন্মলাভেই মহান হয় না; তার কাজ, আদর্শ ও অবদানই তাকে সত্যিকার অর্থে স্মরণীয় করে তোলে।