বই মানব সভ্যতার এক অমূল্য সম্পদ। এটি শুধু জ্ঞান-বিজ্ঞানের বাহন নয়; চিন্তা, সংস্কৃতি এবং সমাজের অগ্রগতির এক শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে বইয়ের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনই গ্রন্থাগারও শিক্ষার, গবেষণার ও পাঠকচর্চার এক প্রাণবন্ত কেন্দ্র। গ্রন্থাগার শুধু বই রাখার স্থান নয়; এটি শেখার, জানার এবং নতুন চিন্তার জন্মদাতা প্রতিষ্ঠান।
বাংলাদেশে গ্রন্থাগারের ঐতিহ্য দীর্ঘ। স্বাধীনতার আগে সরকারি ও আধুনিক গ্রন্থাগার গড়ে উঠলেও, স্বাধীনতার পর শিক্ষার প্রসারে গ্রন্থাগারের সংখ্যা ও মান উভয়ই বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার, শহর ও কলেজের গ্রন্থাগার সবই পাঠককে জ্ঞানভাণ্ডারের দরজা খুলে দেয়। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েই সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এসব গ্রন্থাগার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য অনন্য সহায়ক।
গ্রন্থাগারের গুরুত্ব শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পাঠককে শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং মনোযোগী হওয়ার শিক্ষা দেয়। বইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা, বিভিন্ন বিষয়ে বই পড়া মানুষকে চিন্তাশীল, তথ্যনির্ভর ও উদ্ভাবনী করে তোলে।
বই, বইমেলা এবং গ্রন্থাগার একে অপরের পরিপূরক। প্রতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই প্রকাশিত হয়, পরে তা গ্রন্থাগারে সংরক্ষিত হয়ে পাঠকের জন্য সহজলভ্য হয়। শিশু, যুবক ও শিক্ষার্থীরা গ্রন্থাগারে গিয়ে নতুন বই আবিষ্কার করে, তাদের পাঠচর্চাকে আরও জীবন্ত করে। আধুনিক যুগে অনেক গ্রন্থাগারে ডিজিটাল রিসোর্স, ই-বুক ও অনলাইন কনটেন্টও সংরক্ষিত থাকে, গ্রন্থাগারকে তথ্যপ্রযুক্তির সঙ্গেও যুক্ত রাখে।
বাংলাদেশে গ্রন্থাগার আন্দোলনও সম্প্রতি শক্তিশালী হয়েছে। সরকারি নানা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার স্থাপন ও বই বিতরণের মাধ্যমে জ্ঞানচর্চার প্রসার ঘটাচ্ছে। এটি দেশের পাঠকশক্তি, গবেষণা ও শিক্ষার মান বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলছে।
সবমিলিয়ে বলা যায়, বই ও গ্রন্থাগার একে অপরের পরিপূরক। বই যেখানে জ্ঞান ও চিন্তার উৎস, গ্রন্থাগার সেখানে সেই জ্ঞানকে সংরক্ষণ, সম্প্রসারণ এবং পাঠকের জন্য সহজলভ্য করে। বাংলাদেশের শিক্ষাজগতে গ্রন্থাগার যুগে যুগে নতুন চিন্তার জন্ম দিয়েছে এবং পাঠক সমাজকে সমৃদ্ধ করেছে। বর্তমানেও এটি শিক্ষার, সংস্কৃতির ও জ্ঞানচর্চার এক অমূল্য সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দ্য ডেইলি ক্যাম্পাস বই ও গ্রন্থাগারকে সবসময় বিশেষ গুরুত্ব দেয়। এ বিভাগে দেশ-বিদেশের বই, সাহিত্যিক আলোচনা, প্রকাশনা খবর, সাহিত্য উৎসব এবং সাহিত্য পুরস্কারের সর্বশেষ আপডেট, দেশ-বিদেশের গ্রন্থাগার নিয়ে নিয়মিত সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়, বইপ্রেমী পাঠকদের জন্য তা এক অনন্য উৎস।