বই নিয়ে কি উৎসব বা মিলনমেলা হতে পারে? অবশ্যই হতে পারে। বইকে কেন্দ্র করে পৃথিবীর নানা দেশে নানা অনুষ্ঠান ও উৎসব আয়োজিত হয়। বাংলাদেশেও বই নিয়ে নানা জায়গায় বইমেলা আয়োজিত হয়। এর মধ্যে অমর একুশে গ্রন্থমেলা শুধু উৎসব নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত হয় দেশের বৃহত্তম বইমেলা। এ মেলা লেখক, প্রকাশক, শিক্ষার্থী, পাঠক সব শ্রেণির মানুষকে একত্রিত করে। নতুন বইয়ের প্রকাশনা, সাহিত্য আলোচনা, পাঠক-লেখক মিলন এবং শিক্ষামূলক কর্মকাণ্ড সবই এখানে ঘটে, এসবই দেশের জ্ঞানচর্চাকে নতুন গতি দেয়।
বইমেলা শিক্ষার বিকাশেও এক অমূল্য ভূমিকা রাখে। এটি পাঠককে লেখকের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ দেয়, বই ও পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন ধারার সাহিত্য ও গবেষণাকে উৎসাহিত করে। শিক্ষার্থীদের জন্য এটি পড়াশোনার অতিরিক্ত ভাণ্ডার; যেখানে তারা বিভিন্ন বিষয়ে বইয়ের মাধ্যমে নিজস্ব জ্ঞান বৃদ্ধি করতে পারে। শিক্ষক, গবেষক, সাংবাদিক ও সাধারণ পাঠকরাও এখানে অংশগ্রহণ করে, নিজেদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে।
বইমেলা শিক্ষামূলক ও সাংস্কৃতিক সচেতনতারও এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্পকলা সব বিষয়ে বইয়ের সমাহার ঘটে। প্রতিটি বই পাঠককে শুধু জ্ঞান দেয় না; এটি নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ স্থাপনেও অবদান রাখে। পাঠক নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন আলোচনার সঙ্গে পরিচিত হয়, সমৃদ্ধ হয় তাদের চিন্তাভাবনা।
এ ছাড়া বইমেলা দেশের প্রকাশনা খাতের জন্যও গুরুত্বপূর্ণ উৎসব। প্রকাশক ও লেখকদের জন্য এটি নতুন বই প্রচার ও বিপণনের বৃহৎ সুযোগ। মেলার আয়োজন তাদের কাজের মান যাচাই ও পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ দেয়। এটি বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করার শক্তিশালী মাধ্যমও।
সবমিলিয়ে বইমেলা বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু বইয়ের উৎসব নয়; এটি জ্ঞান ও শিক্ষার প্রেরণা, সাংস্কৃতিক সংহতির মঞ্চ। বই ও প্রকাশনার সঙ্গে জড়িত দেশের অসংখ্য মানুষ। তাদের জন্যও এটি বড় আনন্দের ব্যাপার।
দ্য ডেইলি ক্যাম্পাস–এর বইমেলা বিভাগে অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলার সব খবরাখবর প্রকাশিত হয়। নতুন বইয়ের প্রকাশনা, লেখক-প্রকাশকের সাক্ষাৎকার, বইয়ের প্রচার ও প্রসারের নানা উদ্যোগের খবর বা প্রতিবেদন প্রকাশিত হয়। সবমিলিয়ে বইমেলা বিভাগটি বইপ্রেমী ও পাঠকদের জন্য খুলে দেয় নতুন ভুবন।