‘স্কলারশিপ’ শব্দটি যেন স্বপ্ন, সম্ভাবনা আর এক নতুন পৃথিবীর দরজা খুলে দেওয়া সোনালি চাবি। বাংলাদেশের অসংখ্য ছাত্র–ছাত্রী উচ্চশিক্ষার পথে এগোতে স্কলারশিপকে জীবনের অন্যতম বড় লক্ষ্য হিসেবে দেখেন। আর্থিক সীমাবদ্ধতা, পারিবারিক দায়িত্ব কিংবা সুযোগ-সুবিধার অভাব ইত্যাদি যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, যার চোখে বড় স্বপ্ন থাকে, স্কলারশিপ তার জন্য হয়ে ওঠে জ্ঞান, গবেষণা ও বৈশ্বিক অভিজ্ঞতার সেতুবন্ধন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ নানা ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশসমূহ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া উচ্চশিক্ষার দারুণ সুযোগ দেয়। এসব স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়, মাসিক ভাতা, বাসস্থান, স্বাস্থ্যবিমা, গবেষণা সহায়তা ছাড়াও অনেক ক্ষেত্রেই যাতায়াত খরচ পর্যন্ত পেয়ে থাকেন। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে এগুলো হয়ে ওঠে বড় সহায়ক শক্তি।
যুক্তরাষ্ট্রে Fulbright Foreign Student Program সবচেয়ে পরিচিত স্কলারশিপ। এ ছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য Merit-based এবং Need-based স্কলারশিপ রয়েছে। ইঞ্জিনিয়ারিং, নীতি-গবেষণা, কম্পিউটার সায়েন্স, মিডিয়া, স্বাস্থ্যবিজ্ঞান প্রায় সব ক্ষেত্রেই সুযোগের ভাণ্ডার যেন অশেষ।
যুক্তরাজ্যে Chevening, Commonwealth এবং Queen Elizabeth Commonwealth Scholarships সবচেয়ে জনপ্রিয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, কিংস কলেজ লন্ডনসহ প্রধান বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন বৃত্তি ও আংশিক ওয়েভার প্রদান করে।
ইউরোপে রয়েছে জার্মানির DAAD, নেদারল্যান্ডসের Orange Knowledge Program, সুইডেনের SI Scholarship, ফ্রান্সের Eiffel Scholarship প্রোগ্রামে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী সুযোগ পান। এ ছাড়া নরওয়ে, ফিনল্যান্ড, ইতালি ও স্পেনেও টিউশন-ফ্রি বা আংশিক বৃত্তির সুযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার Australia Awards ও RTP Scholarship গবেষণামুখী শিক্ষার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। কানাডায় Vanier Scholarship, Lester B. Pearson Scholarship ও বিভিন্ন প্রাদেশিক বৃত্তি জনপ্রিয়।
এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানের MEXT Scholarship, চীনের CSC, দক্ষিণ কোরিয়ার Global Korea Scholarship (GKS) ও মালয়েশিয়ার MIS Scholarship বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়মিতভাবে সুযোগ দিয়ে আসছে।
স্কলারশিপ অর্জনের জন্য সাধারণত প্রয়োজন ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা (IELTS/TOEFL), শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP), গবেষণামুখী বৃত্তির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল, সুপারিশপত্র এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা।
স্কলারশিপ শুধু উচ্চশিক্ষার পথ নয়; এটি দৃষ্টিভঙ্গি বদলে দেয়, নতুন সংস্কৃতি বোঝার সুযোগ দেয় এবং ব্যক্তিকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেয়। প্রতিবছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার আলো হাতে নিয়ে বিদেশে পাড়ি জমান। তারা যেমন নিজের ভবিষ্যৎ বদলান, তেমনই দেশের ভবিষ্যতকেও আলোকিত করেন।
দ্য ডেইলি ক্যাম্পাস-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘স্কলারশিপ’। এখানে দেশ-বিদেশের বৃত্তিসংক্রান্ত খবর, আবেদন-প্রক্রিয়া, সময়সীমা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, ভিসা–সংক্রান্ত পরামর্শসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব তথ্য নির্ভুলভাবে তুলে ধরা হয়। দেশের অভ্যন্তরেও বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, ব্যাংক ও ফাউন্ডেশন থেকে বৃত্তির সুযোগ থাকে। অনেক শিক্ষার্থী জানেন না। এ বিভাগে সেসব তথ্যও নিয়মিতভাবে প্রকাশ করা হয়।
উচ্চশিক্ষা ও স্বপ্ন পূরণের প্রতিটি ধাপে স্কলারশিপই হলো আলোর পথ। শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আলো খুঁজে নিতে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে রয়েছে।