বিদেশে উচ্চশিক্ষা
আইইএলটিএস ছাড়াই পেতে পারেন এমন কিছু স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিন © সংগৃহীত
বিদেশে পড়াশোনা বা আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের অন্যতম পরিচিত মাধ্যম হলো আইইএলটিএস (International English Language Testing System)। এই পরীক্ষায় মূলত চারটি দক্ষতা—শোনা, বলা, পড়া ও লেখা—মূল্যায়ন করা হয়। দীর্ঘদিন ধরে অনেক বিশ্ববিদ্যালয় ও অভিবাসন কর্তৃপক্ষ আইইএলটিএস স্কোরকে বাধ্যতামূলক শর্ত হিসেবে বিবেচনা করে আসছে।
তবে বাস্তবতা হলো, পরীক্ষার খরচ ও প্রস্তুতির জটিলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী এই ধাপেই পিছিয়ে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান বিকল্প ইংরেজি দক্ষতার প্রমাণ গ্রহণ শুরু করেছে। এর ফলে ২০২৬ শিক্ষাবর্ষে আইইএলটিএস ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি স্কলারশিপে আবেদনের সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে কানাডা, জার্মানি, সুইডেন, হাঙ্গেরি, ফ্রান্স, কাতারসহ ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কিছু বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ কর্তৃপক্ষ আইইএলটিএসের পরিবর্তে অন্যান্য প্রমাণ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে—ইংরেজি মাধ্যমে সম্পন্ন পূর্ববর্তী ডিগ্রির সনদ, টোয়েফল, ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট অথবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রদত্ত ইংরেজি দক্ষতার সার্টিফিকেট।
আইইএলটিএস ছাড়াই পাওয়া যায় এমন কিছু স্কলারশিপ
১. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ (সুইডেন)
এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক প্রায় ১২ হাজার সুইডিশ ক্রোনার ভাতা, স্বাস্থ্যবিমা ও এককালীন ভ্রমণ সহায়তা পেয়ে থাকেন।
২. এসবিডব্লিউ বার্লিন স্কলারশিপ (জার্মানি)
জার্মানির এই স্কলারশিপের আওতায় টিউশন ফি ছাড়, আবাসন সুবিধা এবং নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হয়।
৩. দোহা ইনস্টিটিউট স্কলারশিপ (কাতার)
Tamim ও SANAD—এই দুই ধরনের স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়, থাকার ব্যবস্থা, মাসিক ভাতা এবং চিকিৎসা বিমার সুবিধা পেয়ে থাকেন।
৪. স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম–ইউনিভার্সিটি অব ডেব্রেচেন (হাঙ্গেরি)
ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে এই স্কলারশিপে পড়াশোনার সুযোগ রয়েছে। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত প্রোগ্রাম।
৫. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ)
একাধিক ইউরোপীয় দেশে পড়াশোনার সুযোগসহ এই স্কলারশিপে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, মাসিক ভাতা ও যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত থাকে।
৬. ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ (ফ্রান্স)
ফ্রান্সের এই স্কলারশিপে তিন বছর পর্যন্ত প্রতি মাসে এক হাজার ইউরো ভাতা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীরা আবাসনের সুবিধাও পান।
৭. ইউনিভার্সিটি অব পেকস স্কলারশিপ–২০২৬ (হাঙ্গেরি)
এই প্রোগ্রামের মাধ্যমে হাঙ্গেরিতে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায়। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে শতভাগ টিউশন ফি ছাড়সহ পড়াশোনা–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয় বহন করা হয়।
আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যে যে শর্তবলী পূরণ করতে হবে:
*আপনি যদি ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার আগের ডিগ্রি অর্জন করে থাকেন।
*পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত এবং সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র।