স্কলারশিপে ইন্দোনেশিয়ায় স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তা। "ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ"-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।
ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া সুরাকার্তা ইন্দোনেশিয়ার অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। মধ্য জাভার সুরাকার্তা শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থার জন্য ইউএমএস দেশ-বিদেশে সুপরিচিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক একাডেমিক পরিবেশ, বহু সাংস্কৃতিক ক্যাম্পাস ও বিভিন্ন স্কলারশিপ-সুবিধার কারণেও বিশ্ববিদ্যালয়টি দ্রুতই শিক্ষার্থীদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;
*মাসিক জীবনযাত্রার খরচ নির্বাহের জন্য ১৭,৫০,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়াহ ভাতা প্রদান করা হবে;
*বই ও অ্যাকাডেমিক উপকরণের জন্য অতিরিক্ত মাসিক ৫০,০০০ রুপিয়াহ বরাদ্দ থাকবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*পড়াশোনার শুরু ও শেষে একবারের জন্য রিটার্ন এয়ার টিকিট দেওয়া হবে;
*আবাসন সুবিধা প্রদান করবে;
*শিক্ষা-সংক্রান্ত ও প্রয়োজনীয় ভ্রমণ ব্যয় স্কলারশিপ থেকে প্রদান করা হবে;
আবেদনের যোগ্যতা
*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক (এইচএসসি বা সমমান) সনদ থাকতে হবে;
*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকবে হবে;
*স্কলারশিপের অন্যান্য শর্তবলি পূরণ করতে হবে;
স্কলারশিপের মেয়াদ
ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের মেয়াদ অধ্যয়নের স্তর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮ সেমিস্টার পর্যন্ত এই স্কলারশিপ সুবিধা ভোগ করতে পারবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে স্কলারশিপের মেয়াদ নির্ধারিত হয়েছে সর্বোচ্চ ৪ সেমিস্টার। আর পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ সুবিধা সর্বোচ্চ ৬ সেমিস্টার পর্যন্ত প্রযোজ্য হবে।
আরও পড়ুন: খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা
অধ্যয়নের ক্ষেত্র
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে বিস্তৃত পরিসরের ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। শিক্ষা অনুষদের অধীনে রয়েছে অ্যাকাউন্টিং এডুকেশন, প্যানচাসিলা ও সিভিক এডুকেশন, ইন্দোনেশিয়ান ভাষা ও সাহিত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা, গণিত ও জীববিজ্ঞান শিক্ষা, প্রাইমারি ও প্রি-স্কুলশিক্ষক শিক্ষা, ভূগোল শিক্ষা, ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং এডুকেশন, ক্রীড়া শিক্ষা। এ ছাড়া অর্থনীতি ও ব্যবসায় অনুষদে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ডিগ্রি অর্জন করা যাবে। প্রকৌশল অনুষদের অধীনে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিগ্রি অর্জনের সুযোগ।
প্রয়োজনীয় কাগজপত্র
*পাসপোর্ট সাইজ ছবি;
*অ্যাকাডেমিক সব সনদপত্র;
*সংশ্লিষ্ট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*ভাষা দক্ষতার সনদ;
*বৈধ পাসপোর্টের কপি;
*রেকমেন্ডেশন লেটার;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
চাকরিজীবী আবেদনকারীদের জন্য অতিরিক্ত নথি
*নিয়োগকর্তা বা তাৎক্ষণিক সুপারভাইজারের সুপারিশপত্র;
*মোটিভেশন লেটার;
*মেডিকেল রিপোর্ট;
*চুক্তিপত্র (Contract Letter);
*ডিক্লারেশন লেটার (Declaration Letter);
*সব নথি অবশ্যই নির্ধারিত ফরম্যাটে (পিডিএফ) অনলাইনে আপলোড করতে হবে;
আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।