খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

স্কলারশিপে খলিফা বিশ্ববিদ্যালয়ে স্নাতকােত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই
স্কলারশিপে খলিফা বিশ্ববিদ্যালয়ে স্নাতকােত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ মার্চ ২০২৬।

খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের (UAE) আবুধাবিতে অবস্থিত একটি স্বনামধন্য গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এটি বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন।

'খলিফা বিশ্ববিদ্যালয়’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের পছন্দের যেকোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ;

*মাসিক উপবৃত্তি;

*স্বাস্থ্য ভাতা;

*গবেষণা ভাতা;

*আবাসন সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*খাবার ভাতা;

*ভিসা আবেদনের ফি;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট–এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট–বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

প্রয়োজনীয় নথিপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ);

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার দুইটি;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষেয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মার্চ ২০২৬।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!