আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো। ক্যামেরিনো বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আইইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।
ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৩৩৬ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
সুযোগ-সুবিধা
*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;
*মাসিক ভাতা প্রদান করবে;
*বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;
*ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;
*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;
*মোটিভেশন লেটার;
*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);
*দুটি রিকমেন্ডেশন লেটার;
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের মাস্টার্স-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে চীন, থাকছে আবাসন-মাসিক বৃত্তি
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনেপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।