স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, দেবে আবাসন সুবিধা, আবেদন শেষ ৭ নভেম্বর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৫ PM
গবেষণা, আধুনিক পাঠ্যক্রম, উন্নত জীবনমান ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পেয়েছে। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীদের কাছে এখানকার উচ্চশিক্ষা সনদ অত্যন্ত মূল্যবান। ম্যাপল পাতার এই দেশে অবস্থিত অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধাও প্রদান করে থাকে।
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত তেমনি একটি স্কলারশিপ হচ্ছে লেস্টার বি পিয়ারসন। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর ২০২৫।
টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা—
*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*পাঠ্যবই সরবরাহ করা হবে;
*স্বাস্থ্য বিমা প্রদান করবে;
*আবাসনের ব্যাবস্থা থাকবে;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের
আবেদনের যোগ্যতা—
*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে;
*ইংরেজি মাধ্যমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতার পরীক্ষা দিতে হবে না;
*ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য;
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে
আবেদনপ্রক্রিয়া—
স্কলারশিপের আবেদন করার আগে U of T-এর আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর ২০২৫।