বিনা মূল্যে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবাসনসহ দেবে যেসব সুবিধা

আমেরিকায় তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই
আমেরিকায় তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই  © সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে বাংলাদেশি তরুণ-তরুণীদের তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটে (HLI) অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।

হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HLI) সামার এক্সচেঞ্জ প্রোগ্রামটি ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম। এটি একটি নন-একাডেমিক লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রামটির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের একটি “Leadership Toolbox” প্রদান করা— যার মাধ্যমে তারা দ্বন্দ্ব নিরসন, নেতৃত্ব দক্ষতা অর্জন এবং নিজেদের দেশসহ বিশ্বব্যাপী একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

সুযোগ-সুবিধা

*রাউন্ড ট্রিপ আন্তর্জাতিক এয়ারফেয়ার টিকিট;

*ভিসা (J-1) এবং SEVIS ফি কভার করা হবে;

*স্বাস্থ্যবিমা সুবিধা;

*সম্পূর্ণ আবাসনব্যবস্থা;

*প্রোগ্রামের সময়কালের জন্য তিন বেলা খাবার;

*স্থানীয় পরিবহন খরচ;

*প্রোগ্রাম উপকরণ;

*অংশগ্রহণ সার্টিফিকেট;

*বিভিন্ন সাংস্কৃতিক এক্সপোজার ও ট্রিপ;

(পাসপোর্ট আবশ্যক; তবে বর্তমানে যাদের পাসপোর্ট প্রস্তুত নেই, তারা প্রাথমিকভাবে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে বৈধ পাসপোর্ট জমা দিতে হবে।)

আরও পড়ুন: জাতিসংঘের অধীনে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন শিক্ষার্থী-তরুণ পেশাজীবীরা

আবেদনের যোগ্যতা

*স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অন্তত ২ বছর অধ্যয়ন সম্পন্ন থাকতে হবে;

*আবেদনকারীর বয়স ২০–২৫ বছর (২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত) হতে হবে;

*অ্যাকাডেমিক রেফারেন্স প্রদান করতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (TOEFL/IELTS বাধ্যতামূলক নয়);

*যেসব আবেদনকারী আগে কখনো যুক্তরাষ্ট্রে যাননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

আবেদন প্রক্রিয়া

তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম একবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না।

সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ই জানুয়ারি ২০২৬।


সর্বশেষ সংবাদ