বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

বিনা মূলে ইউএনডিপি-ওয়াশিংটন ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই
বিনা মূলে ইউএনডিপি-ওয়াশিংটন ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

২০২৬ সালে যুক্তরাষ্ট্রে বেতনসহ তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউএনডিপি (UNDP), যা জাতিসংঘের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ইন্টার্নশিপ প্রোগ্রাম হিসেবে পরিচিত। এই প্রোগ্রামে দুই ধরনের পদে আবেদন গ্রহণ করা হবে—জেনারেল ইন্টার্ন এবং কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন। নির্বাচিত ইন্টার্নরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজের পাশাপাশি দেশটির সংস্কৃতি, জীবনধারা ও পেশাগত পরিবেশ ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন। স্প্রিং সেশনের জন্য আবেদন গ্রহণ চলবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

সুযোগ-সুবিধা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*কোনো আবেদন ফি নেই;

*ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে (লোকেশন অনুযায়ী পরিমাণ ভিন্ন হতে পারে);

*আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ;

*পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ার সুযোগ;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদনের যোগ্যতা

*প্রার্থীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মানসিকতা থাকতে হবে;

*ইন্টার্নশিপ শেষে পড়াশোনায় ফিরে যেতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*কভার লেটার;

*পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফরম;

*একটি রেফারেন্স লেটার;

*প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র;

আরও পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।


সর্বশেষ সংবাদ