হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

২৪ অক্টোবর ২০২৫, ০৮:০৩ PM
হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্ব গড়ে তুলতে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (LMIC) নারী পেশাজীবীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বর্তমানে কোনো LMIC–এ কাজ করতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত জ্ঞান প্রয়োগের পরিকল্পনা থাকতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫। 

LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt। এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন করা। এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। 

ফেলোশিপের সময়সূচি

হার্ভার্ড লিড ফেলোশিপ ২০২৬ সালের ১ সেপ্টেম্বরে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত চলবে। প্রোগ্রামটি দুই ধাপে সম্পন্ন হবে। 

১. প্রথম ধাপ (ভার্চ্যুয়াল)

*ফেলোরা তাঁদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন;

*এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে;

*অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে–ওয়ান ভিসার প্রক্রিয়া সম্পন্ন ও কোর্সের প্রস্তুতি নেওয়া হবে;

*অনলাইন মেন্টরশিপ সেশন ও ভার্চ্যুয়াল ইভেন্টে অংশগ্রহণ করা যাবে;

২. দ্বিতীয় ধাপ (সরাসরি অংশগ্রহণ)

*ফেলোরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান করবেন (এপ্রিল ২০২৭);

*লিডারশিপ ওয়ার্কশপ, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, পাবলিক স্পিকিং ও টিম বিল্ডিং কার্যক্রমে অংশ নেবেন;

*এই সময়ের সব খরচ (আবাসন, রাউন্ড ট্রিপ ফ্লাইট, কোর্স ফি ও দৈনিক ভাতা) ফেলোশিপ বহন করবে। [আপডেট: ইন–রেসিডেন্স সময়ের ভিসা ফি, বিমানভাড়া, আবাসন ও দৈনিক ভাতা সম্পূর্ণ অর্থায়ন করা হবে।];

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

সুযোগ-সুবিধা

*ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে এক্সিকিউটিভ কোচিং;

*হার্ভার্ড ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে মেন্টরশিপ;

*হার্ভার্ড ইভেন্টে বক্তব্য রাখার সুযোগ;

*এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ;

*বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ব মাস্টারক্লাসে যোগদান;

*সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রাম (আবাসন, বিমানভাড়া ও দৈনিক ভাতা);

আরও পড়ুন: জাতিসংঘের অধীনে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন শিক্ষার্থী-তরুণ পেশাজীবীরা

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

*প্রাসঙ্গিক বিষয়ে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*বৈশ্বিক স্বাস্থ্য খাতে ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;

*আবেদনকারীর বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে এবং প্রতিষ্ঠানের কোনো সিনিয়র ব্যক্তি বা চ্যাম্পিয়ন রেফারেন্স হিসেবে মনোনীত থাকতে হবে;

*২০২৭ সালের এপ্রিল মাসে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রামে অংশ নিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হবে;

*আবেদনকারীকে জে–ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে;

*গত দুই বছরে চার মাস বা তার বেশি সময়ের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি); 

*উদ্দেশ্যপত্র (১.৫ পৃষ্ঠার বেশি নয়);

*চারটি প্রবন্ধ (প্রতিটি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে);

*নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার;

*মেন্টরের কমিটমেন্ট লেটার;

*দুটি রেফারেন্স লেটার;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩০ আসনে এনসিপির প্রার্থী যারা
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9