অবৈধ রিকশা গ্যারেজ উচ্ছেদ ঘিরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ PM
আহত দুই শিক্ষার্থী

আহত দুই শিক্ষার্থী © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) অবৈধ ব্যাটারিচালিত রিকশা গ্যারেজ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ পরিচালিত হয়ে আসছিল। এসব গ্যারেজের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজট ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছিল। এ অবস্থায় শিক্ষার্থীরা গ্যারেজ উচ্ছেদের দাবিতে নিজেরাই অভিযান শুরু করেন।

এ সময় স্থানীয় কয়েকজন গ্যারেজ মালিক ও সমর্থকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আহত শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় ও আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, অবৈধ গ্যারেজ উচ্ছেদ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল দাবি। অন্যদিকে স্থানীয়রা গ্যারেজ উচ্ছেদের পদ্ধতি নিয়ে আপত্তি জানান।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে পুলিশ ও কলেজ প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, মোটরসাইকেল ৩ দিন
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ১২, বিকেলে ১৩—একদিনে ২৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় সেরা গন্তব্য হতে পারে সুইডেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ৪ হাজারের বেশি উত্তরপত্র বাতিলের নেপথ…
  • ২৭ জানুয়ারি ২০২৬