ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু

২৫ অক্টোবর ২০২৫, ০৭:২১ PM
সংগঠকদের হাতে অনুমোদনপত্র তুলে দিচ্ছেন উপাধ্যক্ষ, পাশে সংগঠনটির লোগো

সংগঠকদের হাতে অনুমোদনপত্র তুলে দিচ্ছেন উপাধ্যক্ষ, পাশে সংগঠনটির লোগো © টিডিসি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহেলা পারভীন সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।

সাংবাদিক সমিতির সংগঠকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত শিক্ষার্থীরা ইনস্টিটিউটে একটি সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। সাংবাদিকতায় যুক্ত শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ক্যাম্পাস প্রশাসনের কাছে সমিতির অনুমোদনের আবেদন করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ইনস্টিটিউটের ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের অর্জন ও কার্যক্রম দেশব্যাপী প্রচারের লক্ষ্যেই এই সংগঠনের কার্যক্রম শুরু হলো।

ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে। এই সমিতি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা গড়ে তুলবে। তারা যেন সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখে, সেই প্রত্যাশাই করছি।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ১২ হাজারেরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করলেও তাদের নানান সমস্যা ও সম্ভাবনা, ক্যাম্পাসের নানা কার্যক্রম বৃহত্তর পরিসরে প্রচারের জন্য এতদিন কোনো নির্দিষ্ট প্লাটফর্ম ছিল না। ছিল না কোনো সাংবাদিক সংগঠন, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। অথচ ক্যাম্পাসের সমস্যা, সুযোগ-সুবিধার ঘাটতি, নতুন নীতিমালা কিংবা শিক্ষার্থীদের সাফল্যের গল্প; সবকিছুই সংবাদমাধ্যমে উপস্থাপন করা জরুরি। তারা জানান, সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে এখন তারা নিজেদের লেখনীর মাধ্যমে সত্য, ইতিবাচক পরিবর্তন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারবেন।

ক্যাম্পাস প্রশাসনের প্রত্যাশা, এই সমিতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, তথ্য বিশ্লেষণ ও পেশাগত নৈতিকতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। ক্যাম্পাসের নানা সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদ প্রচারের মাধ্যমে এটি ছাত্র সমাজ ও প্রশাসনের মধ্যে একটি ইতিবাচক যোগাযোগ সেতু হিসেবে কাজ করবে। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য উপস্থাপনায় দক্ষতা, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি ও পেশাগত নৈতিকতা অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে তাদেরকে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দিতে সহায়তা করবে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকের মতে, এটি শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি ক্যাম্পাসের নানাবিধ সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তনের দিকগুলোকে তুলে ধরে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9