বৃষ্টিতে কেন ডাঙায় উঠে আসে কই মাছ?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১২:৪৯ PM
গ্রামবাংলায় বর্ষাকালে বৃষ্টি নামলেই হঠাৎ চোখে পড়ে ডাঙায় ছটফট করছে একঝাঁক কই মাছ। স্থানীয় মানুষ বলেন, ‘মাছ উজান দিচ্ছে।’ কেউ ভাবেন, এটি হয়তো বৃষ্টির এক অলৌকিক খেলা। কিন্তু প্রকৃতপক্ষে, এই দৃশ্য প্রকৃতির এক বিস্ময়কর বিজ্ঞানের গল্প বলে। কেন বৃষ্টির সময় মাছ জল ছেড়ে মাটি ছোঁয়? এই প্রশ্নের উত্তর খুঁজলেই বেরিয়ে আসে পরিবেশ, অভিযোজন ও প্রাণী আচরণবিজ্ঞানের এক চমকপ্রদ অধ্যায়।
কই মাছের ব্যতিক্রমী শারীরিক গঠন
কই মাছের ইংরেজি নাম Climbing Perch এবং বৈজ্ঞানিক নাম Anabas testudineus। এই মাছের দেহে রয়েছে ল্যাবিরিন্থ অর্গান নামে একটি বিশেষ শ্বাসযন্ত্র, যা বাতাস থেকেও সরাসরি অক্সিজেন গ্রহণে সহায়ক। ফলে কই মাছ শুধু পানিতেই নয়, প্রয়োজন হলে ডাঙায়ও কিছু সময় টিকে থাকতে পারে। এদের পাখনা শক্ত হওয়ায় তারা মাটির ওপরও চলাচল করতে পারে।
বৃষ্টিতে ডাঙায় ওঠার পেছনে বৈজ্ঞানিক কারণ
বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞ মত অনুযায়ী, কই মাছের ডাঙায় ওঠার পেছনে কয়েকটি কারণ রয়েছে:
পানিতে অক্সিজেনের অভাব
বৃষ্টির সময় জলাশয়ের উপরিতলে পাতা, জৈববস্তু পড়ে এবং তা পচে গিয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি তৈরি করে। তখন কই মাছ ডাঙায় উঠে এসে বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে বাধ্য হয়।
আরও পড়ুন: রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কী করবেন, জেনে নিন
নতুন আবাসস্থলের খোঁজে
বৃষ্টির ফলে নিচু জমি ও খেতখামারে অস্থায়ী জলাশয় তৈরি হয়। কই মাছ এ সুযোগে এক জলাশয় থেকে অন্যটিতে স্থানান্তরিত হয়, যাকে স্থানীয়ভাবে ‘উজান’বলা হয়।
প্রজননের প্রয়োজন
বর্ষাকাল কই মাছের প্রজননের সময়। বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া নতুন জলাশয় ডিম পাড়ার জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। তাই তারা ডাঙা হয়ে সেখানে পৌঁছাতে চেষ্টা করে।
সহজলভ্য খাদ্যের সন্ধানে
বৃষ্টির পর মাটিতে উঠে আসে কেঁচো, পোকামাকড়, শামুক প্রভৃতি। এসব খেতে ডাঙায় আসে কই মাছ।
প্রাকৃতিক প্রতিক্রিয়া ‘ট্যাক্সিস’
কই মাছের এই চলাচলকে বলা হয় পজিটিভ ট্যাক্সিস। তারা নতুন স্রোতের দিকে ছুটে যায়, যা রিওট্যাক্সিস নামে পরিচিত। অর্থাৎ তারা বৃষ্টির পানির স্রোতের উৎসের দিকে এগিয়ে যায়। এটিও একটি স্বাভাবিক অভিযোজন।
শুধু কই নয়, আরও মাছও আসে ডাঙায়
শুধু কই মাছই নয় শিং, মাগুর, গুতুম মাছের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা যায়। এসব মাছের শরীরেও ল্যাবিরিন্থ অর্গান থাকে ফলে তারা অল্প পানিতে বা ডাঙায় টিকে থাকতে পারে।
আরও পড়ুন: বাড়িতে ওয়াইফাই স্লো? সমাধান করুন নিজেই
পরিবেশের বার্তাও দেয় এই ঘটনা
অনেক সময় মাছের এই আচরণ পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। জলাশয়ের দূষণ, অতিরিক্ত মাছ ধরা, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস—সবই তাদের বাধ্য করে স্থানান্তরে। সেক্ষেত্রে বিষয়টি আমাদের জন্য একটি সতর্ক সংকেত।
এই মাছ শুধু স্বাদের জন্য নয়, খাদ্য-প্রাণ ও পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। তাই বর্ষাকালে প্রজনন মৌসুমে এই মাছ ধরায় সংযম প্রয়োজন। একইসঙ্গে জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করাও জরুরি।