বাড়িতে ওয়াইফাই স্লো? সমাধান করুন নিজেই

ওয়াইফাই রাউটার
ওয়াইফাই রাউটার   © সংগৃহীত

বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অকল্পনীয়। অফিসের জরুরি মিটিং হোক বা পরিবারের সঙ্গে একটি সিনেমার সন্ধ্যা, ওয়াইফাই সংযোগের একটু গতি কমলেই বিরক্তি চরমে পৌঁছায়। অনেক সময় বাড়িতে বসেই ওয়াইফাইয়ের গতি কমে যাওয়ায় কাজের গতি থমকে যায়। অথচ কিছু সহজ পদ্ধতি মেনে চললেই নিজেই বাড়াতে পারেন ওয়াইফাইয়ের গতি। জেনে নিন এমনই কিছু কার্যকর কৌশল।

রাউটার রাখুন ঘরের সঠিক জায়গায়

রাউটার যদি ঘরের এক কোণে থাকে বা দেওয়ালের আড়ালে থাকে, তাহলে ওয়াইফাইয়ের সিগন্যাল দুর্বল হয়ে যায়। সবচেয়ে ভালো হয় রাউটারকে ঘরের মাঝামাঝি খোলা জায়গায় রাখতে পারলে। এতে প্রতিটি কোণে সমানভাবে ইন্টারনেট পৌঁছায়।

বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে রাখুন রাউটার

মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্স বা ভারী ইলেকট্রনিক যন্ত্রের কাছাকাছি রাউটার রাখলে তা থেকে সিগন্যাল ইন্টারফেয়ারেন্স হতে পারে। এতে গতি কমে যায়। তাই এসব যন্ত্রপাতি থেকে অন্তত ৩-৫ ফুট দূরে রাখুন রাউটার।

আরও পড়ুন: সিগারেট টানার ১০ সেকেন্ডের মাথায় শুরু হয় অ্যাকশন

রাউটারের ফ্রিকোয়েন্সি বদলান

পুরনো রাউটারগুলো সাধারণত ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যেটি অনেক সময় ধীর গতির হয়ে থাকে। ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করলে ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে দ্রুত গতি পাওয়া যায়। বিশেষ করে স্ট্রিমিং বা গেম খেলার জন্য এই ব্যান্ড আদর্শ।

রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন

অনেকেই রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট করেন না। অথচ এটি করলে রাউটারের পারফরম্যান্স ও নিরাপত্তা দুই-ই বাড়ে। রাউটারের অ্যাডমিন প্যানেলে গিয়ে সহজেই ফার্মওয়্যার আপডেট করা যায়।

ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখুন

একই নেটওয়ার্কে যদি একাধিক ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকে, তাহলে গতি কমে যাওয়াটাই স্বাভাবিক। দুর্বল পাসওয়ার্ড থাকলে আশেপাশের লোকজনও হয়তো আপনার ওয়াইফাই ব্যবহার করছে। অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখে নিন কোন ডিভাইসগুলো সংযুক্ত আছে এবং প্রয়োজনহীন ডিভাইসগুলো রিমুভ করুন।

মাঝে মাঝে রাউটার রিস্টার্ট করুন

প্রতি তিন-চার দিন অন্তর ৫-১০ মিনিটের জন্য রাউটার বন্ধ রাখলে সেটির কর্মক্ষমতা পুনরায় ফিরে আসে। ধুলো-ময়লা জমে থাকলে সেটিও পরিষ্কার করে নিন। এতে ইন্টারনেটের গতি ও স্থায়িত্ব দুটিই বাড়ে।

আরও পড়ুন: মেদ ঝরাবে এই সাত সুস্বাদু ফল

বড় ঘরে এক্সটেন্ডার বা মেশ রাউটারের ব্যবহার

বাড়ি যদি বড় হয় অথবা দেয়াল বেশি হয়, তাহলে একটি রাউটার যথেষ্ট নয়। এ ক্ষেত্রে রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াই-ফাই সিস্টেম ব্যবহার করুন। এতে বাড়ির প্রতিটি প্রান্তে সমানভাবে ইন্টারনেট পৌঁছে যাবে।

অতিরিক্ত টিপস:

রাউটারের অ্যান্টেনাগুলো লম্বাভাবে ও আড়াআড়ি রেখে দিন, যাতে চারদিকে সমানভাবে সিগন্যাল ছড়ায়।  ওয়াই-ফাই চ্যানেল ম্যানুয়ালি বদলাতে পারেন, কম ট্রাফিক চ্যানেল বেছে নিলে গতি বেড়ে যায়। WPS বাটন ব্যবহার করে দ্রুত ও নিরাপদভাবে নতুন ডিভাইস সংযুক্ত করুন।

উপরের সহজ কৌশলগুলো প্রয়োগ করলেই নিজের ঘরে বসেই উপভোগ করুন দ্রুতগতির ইন্টারনেট। দরকার শুধু একটু সচেতনতা ও প্রযুক্তির সঠিক ব্যবহার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence