তজুমদ্দিনে বিধবা নারীকে ধর্ষণ: প্রধান আসামি গিয়াসউদ্দিনসহ গ্রেফতার ২

০৮ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:১২ PM
আসামি গিয়াসউদ্দিন ও তার সহযোগী রাসেল

আসামি গিয়াসউদ্দিন ও তার সহযোগী রাসেল © টিডিসি ফটো

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিধবা নারীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিন ও তার সহযোগী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে লালমোহন উপজেলার চর কচুয়া এলাকা থেকে গিয়াসউদ্দিন এবং বোরহানউদ্দিন উপজেলার চর লতিফ এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান।

ওসি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাকা সিটি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে চাঁচড়া ইউনিয়নের এক বিধবা নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে গিয়াসউদ্দিন। এ সময় তার সহযোগী রাসেল ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। পরবর্তীতে রাসেলও পালাক্রমে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী নারী ঝাঁপটে দিয়ে পালিয়ে যান।

পরদিন অভিযুক্তরা ভুক্তভোগীর ভাইকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেয় এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

পরে ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬