মশিউর রহমান মিন্টু © সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের ফেইজ-২ এ ফরিদগঞ্জ থানার একটি বিশেষ দল উপজেলার ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং তদন্ত অফিসার এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ফেইজ-২ এ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর রহমান মিটুকে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।