আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যা করেনি, করেছে পুলিশ: বিএনপি প্রার্থী

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM
বক্তব্য রাখছেন হারুনুর রশীদ

বক্তব্য রাখছেন হারুনুর রশীদ © সংগৃহীত

আওয়ামী লীগের ‘লোকজন’ মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেনি বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ বিচারবহির্ভূত হত্যা করেছে। আগামী দিনে সকল মানুষের নিরাপত্তা দেওয়া ‘ফরজ দায়িত্ব’ বলেও উল্লেখ করেছেন তিনি।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) নবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এই এমপি প্রার্থী।

হারুনুর রশীদ বলেন, আমাদের আগামী দিনের একেবারেই ফরজ দায়িত্ব যে আমরা সকল মানুষের নিরাপত্তা দিব। আওয়ামী লীগের যে সমস্ত  খারাপ লোকজন ছিল, যারা অপকর্ম করেছে, তাদের নামে মামলা-মোকদ্দমা আছে। আইন সে অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু আওয়ামী লীগের লোক তো মানুষকে যেয়ে (গিয়ে) বিচারবহির্ভূত হত্যা করেনি। করেছে পুলিশ, সরকারের নির্দেশে। তাই না?

তিনি বলেন, আওয়ামী লীগের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেয়ে মামলা দিয়েছে পুলিশ, তাদের বিচার হবে। ঠিক আছে না? কিন্তু আমি বলেছি, এইটা পুলিশ করতে পারবে না। আমি এমপি হলেও করতে দেব না। পরিষ্কার বলে দিচ্ছি যে থানাকে, প্রশাসনকে জবাবদিহিতায় আসতে হবে।

জনপ্রতিনিধির কাছে আওয়ামী লীগের লোকজনের আশ্রয় নেওয়ার অধিকার আছে জানিয়ে তিনি বলেন, আমরাকে (আমাদের) জনগণ ভোট দেয়, সবচাইতে বেশি জনগণ আমাদের কাছে যেতে পারে। ঠিক না বেঠিক বলছি? রাত ১২টার সময় হলেও ফোন করতে পারে, ভোর ৬টার সময় হলেও ফোন করতে পারে। নাকি? ভোর ছটার সময় হলেও বাড়িতে যেতে পারে, রাত ১২টার সময় হলেও বাড়িতে যেতে পারে। কিন্তু থানা, কোর্ট-কাচারিতে যেতে পারে না। তাদের নির্ধারিত সময় আছে, ঠিক না? এজন্য তো জনপ্রতিনিধি।

তিনি বলেন, জনপ্রতিনিধির কাছে জনগণ স্বাধীনভাবে যেতে পারে, দল-মত নির্বিশেষে যেতে পারে। একটা আওয়ামী লীগের লোক যদি বিপদে পড়ে, সে সত্যি বিপদে পড়েছে, সে কিন্তু আমার স্মরণাপন্ন হতে পারে। তার অধিকার আছে। একজন জামায়াতে ইসলামের লোকও যদি বিপদাপন্ন হয়, সেও যেতে পারে যে আমার বিপদ আপনাকে একটু সাহায্য করতে হবে। আমার দায়িত্ব সাহায্য করা। ঠিক না বেঠিক বলছি?

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9