দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জয় নিশ্চিত করতে ডামি প্রার্থীদের জন্য ছিলো ট্রাক ও ইগল প্রতীক

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
 ‘ডামি’ ও ‘প্রহসনের’ নির্বাচন বর্জনে মানববন্ধন কর্মসূচীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

‘ডামি’ ও ‘প্রহসনের’ নির্বাচন বর্জনে মানববন্ধন কর্মসূচীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ © সংগৃহীত ও সম্পাদিত

২০২৪ সালের নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ করার অপকৌশল হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী নিজেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত দেন। তাদের জয় নিশ্চিত করতে বিশেষ প্রতীকও বরাদ্দ দেওয়া হয়। বিশেষ করে ট্রাক ও ইগল প্রতীকের প্রায় সবাই ছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত সোমবার (১২ জানুয়ারি) প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন কমিশনের সদস্যরা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) কমিশনের ৩২৬ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তদন্ত কমিশন বলেছে, ২০২৪ সালের ‘ডামি নির্বাচনে’ প্রকৃত পর্যবেক্ষক না থাকায় ভুয়া এবং দল-সংশ্লিষ্ট ব্যক্তি পরিচালিত সংস্থাকে দিয়ে ২০২৪ সালের ওই নির্বাচনকে ‘গ্রহণযোগ্য’ হিসেবে সার্টিফাই (সত্যায়ন) করার উদ্যোগও নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পাঁচ সদস্যের তদন্ত কমিশনের সভাপতি হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন, সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন ও নির্বাচনবিশেষজ্ঞ মো. আবদুল আলীম। তিন নির্বাচনের অনিয়ম তদন্তে গত জুনে একটি কমিটি গঠন করা হয়। পরে সেটিকে কমিশনে রূপান্তর করা হয়।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১৫ জানুয়ারি ২০২৬
ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মিরপুর, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে থাকছে না প্রাথমিক সুপারিশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের তারিখ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের বয়কটের ডাক, উইকেটের পাশে একাকিত্বে দাঁড়িয়ে বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬