তথ্যপ্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির ফলে বিশ্ব এখন সত্যিই হাতের মুঠোয়। স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই পৌঁছে যায় অন্য প্রান্তে। এ বৈশ্বিক সংযোগের যুগে দেশের সীমানা ভেদ করে লক্ষ লক্ষ মানুষ পাড়ি দিচ্ছেন পৃথিবীর নানা দেশে। ইউরোপ–আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের কর্মমুখর প্রবাস সবখানেই রয়েছে বাংলাদেশিদের স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের গল্প।
বিদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা শুধুই উন্নত জীবনের সন্ধানেই যান না; অনেকেই যান উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ করতে। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও এশিয়ার উন্নত গবেষণা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বাংলাদেশি তরুণ-তরুণী উচ্চশিক্ষায় নিজেদের দক্ষ করে তুলছেন। তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন এবং বৈশ্বিক জ্ঞান-অর্থনীতিতে নতুন অবদান রাখছেন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মসূত্রে অবস্থান করেন। নির্মাণশ্রমিক, প্রযুক্তিবিদ, ড্রাইভার, কৃষিশ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেবা খাতে তারা কঠোর পরিশ্রম করেন। তাদের রোজগারের মাধ্যমে দেশে প্রবাহিত হয় রেমিট্যান্স, জাতীয় অর্থনীতির জন্য তা অপরিহার্য এক শক্তি। বৈদেশিক মুদ্রার প্রবাহ দেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও পরিবার–পরিজনের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বলা হয়ে থাকে দেশের অর্থনীতির অনেকটা স্তম্ভ গড়ে আছে রেমিট্যান্সকে কেন্দ্র করে।
প্রবাস জীবন শুধু অর্থনৈতিক অবদানেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে গভীর আবেগ ও সম্পর্কের বন্ধন। ভিনদেশে থাকা অনেক প্রবাসীর হৃদয়ে জাগে দেশের প্রতি অটুট টান। পরিবার–স্বজন, ভাষা–সংস্কৃতি, নিজের মাটির গন্ধ সবকিছুই তাদের স্মৃতিকে বারবার ব্যথিত করে তোলে। উৎসব-পার্বণ, জাতীয় দিবস অথবা বিপদের মুহূর্তে দূরত্ব আরও গভীর হয়ে ওঠে। কিন্তু আধুনিক যোগাযোগব্যবস্থা অন্তত সেই দূরত্বকে মানসিকভাবে কিছুটা কমিয়ে এনেছে। ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ও নিউজ পোর্টালের মাধ্যমে তারা নিজেদের দেশকে প্রতিনিয়ত ছুঁয়ে থাকেন।
দ্য ডেইলি ক্যাম্পাসের ‘বিদেশ’ বিভাগ শুধু সারা বিশ্বের গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে তা নয়, প্রবাসীদের বহুমাত্রিক জীবন, তাদের সংগ্রাম, সফলতা, অভিজ্ঞতা ও স্বপ্নকে তুলে ধরে তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিতে। একই সঙ্গে বৈশ্বিক শিক্ষাব্যবস্থা, স্কলারশিপ সুযোগ, অভিবাসননীতি, নিরাপত্তা, শ্রম অধিকার, সংস্কৃতি বিনিময় ও বাংলাদেশিদের অর্জন নিয়ে পাঠকদের সামনে তুলে ধরে নির্ভরযোগ্য প্রতিবেদন।
কারণ, বিদেশে থাকা প্রবাসীরা শুধু দেশের বাইরে থাকা মানুষ নন; তারা বাংলাদেশেরই এক সম্প্রসারিত পরিবার। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকেও দেশের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন। তারা বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, দক্ষতা ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে একদিন হয়তো আবার ফিরবেন। এ প্রত্যাবর্তনেই আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হবে আমাদের দেশ।