স্নাতক প্রোগ্রামে যেসব পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো  © টিডিসি সম্পাদিত

স্নাতক (সম্মান) প্রোগ্রামের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করতে বেশ কিছু পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন প্রতি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে। আর পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে লেকচার ও ব্যবহারিক ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখ করতে হবে।

রবিবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) ড. এ এইচ এম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রোগ্রামের মেয়াদ প্রতিটি বিষয় ৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স (Integrated Course) হিসেবে বিবেচিত হবে;  কোর্সসমূহকে চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে, যেমন: ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ; সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর থেকে মোট ২৮ সপ্তাহ পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি, ৪ সপ্তাহ ফাইনাল পরীক্ষার কার্যক্রম চলবে। 

আরও পড়ুন: ক্লাস না করা শিক্ষার্থীদের শাস্তি দিতে কঠোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আরও বলা হয়, অবশিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রতি বর্ষের পরীক্ষা শেষ হওয়ার ২ সপ্তাহ পর পরবর্তী বর্ষের ক্লাস শুরু হবে এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে এই প্রোগ্রাম পরিচালিত হবে। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ (Grade Point Average (GPA) ও সিজিপিএ (Cumulative Grade Point Average (CGPA) হিসেবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

 স্নাতক (সম্মান) প্রোগ্রাম ও বিষয়সমূহ, উক্ত প্রোগ্রামে বিষয়ভিত্তিক চারটি শাখায় স্নাতক (সম্মান) প্রোগ্রাম: যথাক্রমে, ব্যাচেলর অব আর্টস (বিএ) অনার্স, ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) অনার্স, ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) অনার্স এবং ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) অনার্স ডিগ্রী প্রদান করা হবে।

এছাড়াও আরও বলা হয়, তাত্ত্বিক শিক্ষা কার্যক্রমে ৪ ক্রেডিটের জন্য সর্বমোট ৫৬ ঘণ্টা, ৩ ক্রেডিটের জন্য ৪২ ঘণ্টা এবং ২ ক্রেডিটের জন্য ২৮ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক শিক্ষা কার্যক্রমে ৪ ক্রেডিটের জন্য ৪৮ ঘণ্টা, ৩ ক্রেডিটের জন্য ৩৬ ঘণ্টা, ২ ক্রেডিটের জন্য ২৪ ঘণ্টা এবং ১ ক্রেডিটের জন্য ১২ ঘণ্টা সময় নির্ধারিত। ফিল্ডওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও ইন্টার্নশিপ কার্যক্রমে ৪ ক্রেডিটের জন্য ১১২ ঘণ্টা, ৩ ক্রেডিটের জন্য ৮৪ ঘণ্টা, ২ ক্রেডিটের জন্য ৫৬ ঘণ্টা এবং ১ ক্রেডিটের জন্য ২৮ ঘণ্টা ক্লাস-ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

 প্রথম পাতা

দ্বিতীয় পাতা


সর্বশেষ সংবাদ