জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স (নিয়মিত) ২০২২–২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ফল প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় এবং ভর্তি কার্যক্রম ১১ নভেম্বর থেকেই শুরু হবে। এ সংক্রান্ত অফিস আদেশ সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জারি করা হয়েছে।
নোটিশে জানানো হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি নিশ্চয়ন (Final Admission Confirmation) সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীরা www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ভর্তি ফরম জমা দিতে পারবেন। এছাড়া মেরিট লিস্ট SMS-এর মাধ্যমে জানতে চাইলে nu<space>atmf<space>roll নং → 16222 নম্বরে পাঠাতে হবে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রমোশন-মানোন্নয়নে নতুন নিয়ম চালু
ভর্তি নিশ্চিতকরণের পর শিক্ষার্থীদের নির্ধারিত ফি (৮৩৫ টাকা হারে) ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রদানের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বরের মধ্যে ফি যাচাই ও অনুমোদন (Forward/Approve) সম্পন্ন করবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী পূর্বে অন্য কোনো সেশনে মাস্টার্সে রেজিস্ট্রেশন করে থাকলে বা স্নাতকোত্তর সম্পন্ন করে থাকলে তার আবেদন বাতিল হবে।
ভর্তি নিশ্চয়নের সব বিস্তারিত তথ্য Prospectus/Notice-এ পাওয়া যাবে এবং নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ভর্তি প্রক্রিয়া আর সম্পন্ন করা যাবে না।