জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অধিভুক্ত কলেজগুলোকে ইভেন্টভিত্তিক প্রতিযোগীদের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://sports.nu.ac.bd লিংকে প্রবেশ করে College Login অপশনে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এ সংক্রান্ত পাসওয়ার্ড পাওয়া যাবে collegeportal.nu.ac.bd ওয়েবসাইটের নোটিফিকেশন লিংকে। তথ্য পূরণে কোনো সমস্যা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মো. মনিরুল ইসলামের (মোবাইল: ০১৯১১১৪১১২৭) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টে টিম গঠন করতে হবে। ইভেন্টগুলো হলো: এ্যাথলেটিকস (বিভিন্ন দৌড়, জাম্প, থ্রো ইত্যাদি), হ্যান্ডবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা, হকি, ভলিবল, ক্যারাম, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও কাবাডি। প্রতিটি ইভেন্টের জন্য নির্ধারিত সদস্যসংখ্যা অনুযায়ী দল গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্র ও ছাত্রী উভয়েই পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ক্রিকেট খেলায় অবশ্যই কাঠের বল ব্যবহার করতে হবে এবং প্রতিযোগীদের নিজ নিজ খেলার সামগ্রী সঙ্গে আনতে হবে। সাঁতারের ক্ষেত্রে স্থানীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতা আয়োজন করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি একক ও দুইটি দলীয় ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগীদের অবশ্যই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবে না। জরুরি প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহীম খলীল (মোবাইল: ০১৯৫৩৬৯৫৩৫৭) ও সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) আব্দুল্লাহ আল মামুনের (মোবাইল: ০১৭১৩৬৭১৫৫২) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ের বিজয়ীদের ফলাফল ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো কারণে প্রথম স্থানাধিকারী অংশ নিতে না পারলে দ্বিতীয় স্থানাধিকারীকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের সনদ ও পুরস্কার প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগের প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট এলাকায় নির্বাচিত কলেজগুলোকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিযোগিতা আয়োজনের ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্ট ভেন্যু কলেজে বরাদ্দকৃত অর্থ প্রেরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে। যদি কেউ ভর্তি হয়ে এখনো রেজিস্ট্রেশন না করে থাকে, তবে ভর্তি রোল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবে।

প্রতিটি ভেন্যু কলেজে গঠিত কমিটিতে ক্রীড়া শিক্ষককে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। জেলা পর্যায়ে প্রতিটি ইভেন্টের বিজয়ী নির্ধারণে তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল গঠন করতে হবে—এর মধ্যে একজন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক, একজন অন্য কলেজ থেকে, এবং একজন ভেন্যু কলেজ থেকে মনোনীত হবেন।

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ের খেলাগুলো দেশের নির্ধারিত ৬৪টি কলেজে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রতিযোগিতার তত্ত্বাবধান ও পুরস্কার বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ