বই খুলে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা, ভারতে সিবিএসইর নতুন নিয়ম

১১ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
ভারতে নবম শ্রেণির শিক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিতে পারবে

ভারতে নবম শ্রেণির শিক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিতে পারবে © আনন্দবাজার

নবম শ্রেণির শিক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ নিয়ম চালু হবে। গত জুন মাসে সিবিএসই’র সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আপাতত কেবল নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ নিয়ম চালু হচ্ছে। পরে অন্য শ্রেণির জন্যও বই খুলে পরীক্ষা দেওয়ার এই রীতি চালু হতে পারে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলা এই পরীক্ষা পদ্ধতির নাম ওপেন-বুক অ্যাসেসমেন্ট (ওবিএ)। জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (এনসিএফএসই) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরীক্ষাপদ্ধতি আনার কথা ভেবেছে সিবিএসই। 

তাদের বক্তব্য, এতে শিক্ষার্থীদের মধ্যে না বুঝে হুবহু মুখস্ত করার ঝোঁক কমবে, পরিবর্তে তাদের বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। মূলত ভাষা, গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান— বিষয়ের পরীক্ষায় বই খুলে উত্তর লিখতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন তারা যে কোনও পাঠ্যবই কিংবা ক্লাসনোটের পাতা উল্টে দেখতে পারবে। 

আরও পড়ুন: তুরস্কের ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, ভবন ধসে আহত অন্তত ২৯

যদিও সিবিএসই জানিয়েছে, এ পরীক্ষাপদ্ধতি বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে স্কুলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য পরীক্ষামূলকভাবে একটি ‘ওপেন-বুক’ পরীক্ষার আয়োজন করেছিল সিবিএসই। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সে ফল প্রকাশিত হয়। 

তাতে দেখা যায়, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল ১২ থেকে ৪৭ শতাংশের মধ্যে। এতে বোঝা যায়, পাঠ্যক্রম-বহির্ভূত বইয়ের ব্যবহার এবং পাঠ্য বিষয়গুলি সম্পর্কে পড়ুয়াদের বেশির ভাগেরই এখনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি। ফলে এ ধরনের পরীক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীদের উন্নতিই হবে বলে অনেকের অনুমান। 

শিক্ষকেরাও এ সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন। তাদের মতে, এর ফলে শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং প্রায়োগিক দক্ষতা বাড়বে। খবর: আনন্দবাজার।

এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9