নাটোরে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, মাদক, মাথার খুলি ও ঘুষের নথি উদ্ধার

১৮ জুলাই ২০২৫, ১২:৪৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ PM
কাকন গ্রুপের গ্রেফতারকৃত তিন সদস্যের মধ্যকার দুইজন

কাকন গ্রুপের গ্রেফতারকৃত তিন সদস্যের মধ্যকার দুইজন © টিডিসি

নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া চরে সেনাবাহিনীর ১২ ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, মানুষের মাথার খুলি, বিপুল পরিমাণ নগদ অর্থ ও ঘুষ বণ্টনের গোপন নথি উদ্ধার করা হয়েছে। এ সময় ‘কাকন গ্রুপ’-এর তিন সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর ও পাবনা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে এই সফলতা আসে।

গ্রেফতারকৃতরা হলেন—আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯) ও মোসাঃ রোকেয়া (৫৫)। অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল।

সেনাবাহিনী জানায়, আটক আশরাফুল ইসলাম বাপ্পির দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ৯ জুলাই কাকন গ্রুপের আয়কৃত ৪ লাখ ৮৭ হাজার ৪৭ টাকা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়। অর্থ বণ্টনের তালিকায় উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম।

ঘুষ বণ্টনের তথ্যে আরও উঠে আসে, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি মাসে দিতে হয় ১ লাখ টাকা, লালপুর সার্কেল অফিসে ৫০ হাজার, বাগাতিপাড়া থানার ওসি ২৫ হাজার, টহল পুলিশ প্রতিদিন ১০ হাজার টাকা করে ঘুষ পায়। নৌপুলিশকে বালুভর্তি প্রতিটি ট্রলারের জন্য দিতে হয় ৩০০ টাকা। এছাড়া বিভিন্ন সাংবাদিকদের কাছেও অর্থ পৌঁছে দেওয়ার কথাও স্বীকার করেন আটককৃতরা।

জব্দকৃত আলামত হলো- পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান (১২ গেজ), ৩৯ রাউন্ড (৭.৬৫ মিমি), ৯ রাউন্ড (.২২ মিমি), ৮৬টি ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, ১৭টি দেশীয় রামদা, ১টি সুইস নাইফ, মাদক সেবনের সরঞ্জাম, ১২ লাখ ৫৬ হাজার ৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, সেচ পাম্প, জেনারেটর, ৩টি ইঞ্জিনচালিত নৌকা, ৩টি চেক বই, ক্রেডিট কার্ড, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানুষের মাথার খুলি

অভিযান শেষে গ্রেফতারকৃত তিনজন এবং জব্দকৃত আলামত স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, কাকন গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

 

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9