লন্ডনে হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

২৪ মে ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ১০:০৫ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © রয়টার্স

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা (NCA) লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন দুটি বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। একই সঙ্গে আরও সাতটি সম্পত্তি জব্দের আদেশও পেয়েছে সংস্থাটি।

শনিবার (২৪ মে) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকার (৯০ মিলিয়ন পাউন্ড) সম্পত্তি জব্দের অনুমতি পেয়েছে এনসিএ।

জব্দ হওয়া দুইটি সম্পত্তির একটি লন্ডনের অভিজাত এলাকা গ্রোভনার স্কয়ারে অবস্থিত, যেটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যার মূল্য ১.২ মিলিয়ন পাউন্ড।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, গ্রেশাম গার্ডেনসের এই বাড়িটিতে থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মা।

সালমান এফ রহমান, যিনি হাসিনার সরকারের সময় বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন, বর্তমানে বাংলাদেশে দুর্নীতির মামলায় অভিযুক্ত।

এর আগে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে তার ছেলে ও ভাগ্নের নামে বিপুল সম্পদের তথ্য উঠে আসে। সেখানে শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির খোঁজ মেলে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতিনির্ধারণী পরিচালক ডানকান হেমস বলেন, “আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করছি—তারা যেন তদন্ত চালিয়ে যায় এবং সন্দেহজনক সব সম্পদ দ্রুত জব্দ করে।”

এনসিএ-র একজন মুখপাত্র জানিয়েছেন, “চলমান এক বেসামরিক তদন্তের অংশ হিসেবে কয়েকটি সম্পত্তি জব্দের নির্দেশনা আমরা পেয়েছি।”

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আরও একজন
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬