সীমান্তে ধানক্ষেত থেকে ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৩:০০ PM

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী এলাকার এক ধানক্ষেত থেকে জিপিএস লেখা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে প্রফুল্ল টপ্প (৪২) নামের এক আদিবাসী কৃষক ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটি দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ওই কৃষকের কাছ থেকে বিজিবি ও পুলিশ ড্রোনটি থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন ।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষকের কাছ থেকে উদ্ধার হওয়া ড্রোনটিতে পাঁচটি ক্যামেরা আছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারত থেকে এসেছে। তবে এটি কোথা থেকে এসেছে বা কারা উড়িয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে ঘাসুড়িয়া গ্রামে সীমান্ত পিলার ২৮৭/২১ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরাজুল ইসলামের জমিতে একদল কৃষিশ্রমিক বোরো ধান কাটছিলেন। এ সময় প্রফুল্ল টপ্প ড্রোনটি দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন মুঠোফোনে হাকিমপুর থানা ও বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে তারা এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেন, বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় তা বাংলাদেশে এসে পড়েছে।