ভ্যালু কমছে বিপিএলের, সম্প্রচার স্বত্ব বিক্রি ১২কোটি টাকায়!

 বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের দ্বাদশ আসর ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল বরাদ্ধ, নিলাম, ম্যাচ ফিকচারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তবে এসবের মাঝেই দুঃসংবাদ শুনতে হচ্ছে বিসিবিকে। ভ্যালু কমে যাচ্ছে বিপিএলের। 

প্রতিবছর বিপিএল থেকে মোটা অঙ্কের আয় করে বিসিবি। প্রতিবছর সম্প্রচার স্বত্ব বিক্রি করে ২৮ থেকে ৩২ কোটি টাকা আয় করে থাকে ক্রিকেট বোর্ড।  গত আসরেও টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করে ২৮ কোটি টাকা আয় করলের এবাবের আসরে তা অর্ধেকেরও বেশি কমে দাড়িয়েছে ১২ কোটি টাকায়। 

এই টাকার জন্যও কম ঝামেলা পোহাতে হয়নি বিসিবির মার্কেটিং বিভাগকে। বিসিবির একজন পরিচালক জানান, এই টাকার জন্যও খেলা সম্প্রচার স্বত্ব পাওয়া মিডিয়াকমের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। এক বছরের ব্যবধানে অর্ধেকের কম টাকায় বিপিএলের খেলা সম্প্রচার স্বত্ব বিক্রি করার কারণ জানতে চাওয়া হলে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, দেশের সার্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে খেলার মার্কেটে। বিপিএলে সেটা একটু বেশিই পড়েছে।

বিপিএলের দ্বাদশ আসর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টিকিট বিক্রি ও গ্রাউন্ডস রাইট বিক্রি করে যে আয় হবে, তা থেকে ৩০ শতাংশ ছয় ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হবে বলে জানিয়েছিল বিসিবি। বিপিএলের মন্দার বাজারে সেই লভ্যাংশের ভাগ এক কোটি টাকা না হওয়ার সম্ভাবনা আছে। গত বছরের মতো এবার ১৩ কোটি টাকার টিকিট বিক্রি নাও হতে পারে। গ্রাউন্ডস রাইটের মূল্যও কমে গেছে। 

খেলা সম্প্রচার, গ্রাউন্ডস রাইট, টিকিট ও ফ্র্যাঞ্চাইজি ফি থেকে আয় করে বিসিবি। আগে ৭০ কোটি টাকা বাজার থেকে তোলা গেলেও এবার ৩৫ থেকে ৪০ কোটি টাকার বেশি হবে না বলে মনে করা হচ্ছে। এই টাকা থেকেই টিভি প্রডাকশন ও ইভেন্ট ব্যবস্থাপনার ব্যয় নির্বাহ করা হয়। খেলার বাজার মন্দা হওয়ায় আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হবে বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence