আফগানদের হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা যুব বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

বিশাল লক্ষ্য পেলেও ভড়কে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার ও রিফাত বেগের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের দিয়ে যুব এশিয়া কাপে শুরু করেছে টাইগার যুবারা। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে আগে ব্যাট করে ফয়সালের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ সেঞ্চুরি মিস করলেও রিফাতের সঙ্গে কার্যকরী জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত ৭ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে ২৮৩ রান তোলে। ওপেনার উসমান সাদান ৩৪ ও ৮টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ১০৩ রান করেন তিনে নামা ফয়সাল। এ ছাড়া উজাইরুল্লাহ নিয়াজাই ৪৪, আজিজুল্লাহ মিয়াখিল ৩৮ ও আব্দুল আজিজ ২৬ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ওপেনিং জুটিতে আসে ১৫১ রান। রিফাত ৬২ ও জাওয়াদ ৯৬ রান করে আউট হন। পরে অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৪৭) ও কালাম সিদ্দিকির জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষদিকে শেখ পারভেজ জীবন ও শাহরিয়ার আহমেদের ব্যাটে ৩ উইকেটের জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence