বিপিএলে শুরু থেকেই খেলবেন সৌম্য

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় বাকি। এরই মধ্যে পারিবারিক কারণে সৌম্য সরকার দেশের বাইরে যাওয়ায় তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা–কল্পনা। গুঞ্জন উঠেছিল, বিপিএলের সিলেট পর্বে না-ও দেখা যেতে পারে বাঁ–হাতি এই ব্যাটারকে। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটেছে। আসরের শুরু থেকেই বিপিএলে খেলতে দেখা যাবে সৌম্যকে।

নোয়াখালী এক্সপ্রেসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, নির্ধারিত সময়েই দেশে ফিরবেন সৌম্য সরকার এবং দলের সঙ্গে যোগও দেবেন।

এদিকে বিপিএল নিলামের আগেই দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী।

এ ছাড়া নিলামের আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকেও দলে ভেড়ায় তারা। গত ৩০ নভেম্বরের নিলামে পাকিস্তানের ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলীকে নিয়ে আরও শক্তিশালী হয় স্কোয়াড।

অন্যদিকে নিলাম থেকেও বেশ ভালো দল সাজায় নোয়াখালী। যেখানে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায়।

উল্লেখ্য, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।

ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9