দুই তারকা অধিনায়ককে দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস

১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM
চট্টগ্রাম রয়্যালস লোগো

চট্টগ্রাম রয়্যালস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে ৬ দলের মধ্যে বিদেশি সাইনিংয়ে সবচেয়ে পিছিয়ে ছিল চট্টগ্রাম রয়্যালস। এমনকি দলটি আদৌ এবারের আসরে খেলতে পারবে কি না, এ নিয়েও গুঞ্জন ছিল। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করে, নিয়ম অনুযায়ী সব ফি ও ব্যাংক গ্যারান্টি পরিশোধ করেছে চট্টগ্রাম।

এবার বড় চমক নিয়ে হাজির বন্দর-নগরীর দলটি। চট্টগ্রামের হয়ে খেলতে আসছেন আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক পল স্টার্লিং ও লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা। তবে স্টার্লিং পুরো টুর্নামেন্ট খেললেও পাকিস্তান সিরিজের কারণে পুরো বিপিএলে পাওয়া যাবে না আসালাঙ্কাকে। আগামী জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এই ফরম্যাটের নেতৃত্বেও আছেন এই লঙ্কান ব্যাটার। ফলে বিপিএলের মাঝপথে খেলা হচ্ছে না তার।

এদিকে বিপিএল শুরুর আগেই বড় ধাক্কা খায় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শুরুর আগে মেন্টর হাবিবুল বাশারের সরে দাঁড়ানো দলটির জন্য ধাক্কা হলেও পরে তার জায়গায় দায়িত্ব পান তুষার ইমরান। 

অন্যদিকে এবারের আসরের জন্য লড়াকু দল গঠন করেছে চট্টগ্রাম। যদিও নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার নাঈম শেখকে (এক কোটি ১০ লাখ) নিয়েই দল সাজায় তারা।

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তি: শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ। 

নিলাম থেকে: নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।

ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬