গুঞ্জন উড়িয়ে গভীর রাতে চট্টগ্রাম রয়্যালসের বার্তা, নতুন মেন্টর ঘোষণা

চট্টগ্রাম রয়্যালস
চট্টগ্রাম রয়্যালস  © টিডিসি সম্পাদিত

ছয় দল নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর, যদিও এর আগেই চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে চলছে নানা গুঞ্জন। পরিস্থিতি আরও জটিল হয়, যখন ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতে দল থেকে সরে দাঁড়ান। 

এরপরই নানা ধরনের আলোচনা–সমালোচনা জোরালো হয়, বিসিবি কর্তাদের বরাতেও গণমাধ্যমে ছড়াতে থাকে বিভিন্ন তথ্য। অবশেষে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চট্টগ্রাম রয়্যালস।

দলটি জানায়, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’

সততার জায়গা অটুট জানিয়ে উল্লেখ করা হয়, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’

আরও পড়ুন: ক্রিকেটের এক ফরম্যাট থেকে অবসরের ঘোষণা মিচেল মার্শের

বাশারের সরে দাঁড়ানোর পেছনে তাদের যুক্তি, বিপিএলের টেকনিক্যাল কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক এই অধিনায়ক। অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় ছাড়তে হয় চট্টগ্রামের দায়িত্ব। তাকেও শুভকামনা জানিয়েছে চট্টগ্রাম।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, ‘দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লোকাল কোচ মমিনুল হক। অন্যান্য দল হেভিওয়েটদের আনার প্রতিযোগিতায় নামলেও তাদের কোচিং প্যানেলে নেই তেমন বড় কোনো নাম। আবার ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক জামানতের বিষয়েও দুর্বলতা দেখা গিয়েছিল।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence