বিপিএল শুরুর আগেই বির্তক-অনিশ্চয়তা, বিপাকে বিসিবি

বিপিএলের লোগো
বিপিএলের লোগো   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াতে আর মাত্র ১৮ দিন বাকি। তবে এখন পর্যন্ত ঘরোয়া এই টুর্নামেন্টের প্রস্তুতিই লেজে-গোবরে! এমনকি একটি ফ্র্যাঞ্চাইজির শেষপর্যন্ত এবারের আসরের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা জেগেছে।

হোম অব ক্রিকেটে এমন শঙ্কা-গুঞ্জন চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে। দলটির কোচিং ও সাপোর্ট স্টাফ নিয়ে উঠছে একগাদা নেতিবাচক প্রশ্ন। মূলত জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার ও মেন্টরের পদ ছাড়ার ঘোষণার পর থেকেই এই জটিলতার শুরু। এদিকে এমন ফিসফাস নজর এড়ায়নি বিসিবির কর্মকর্তাদেরও। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে উদ্বেগও বেড়েছে।

বিসিবির সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তা, কোচিং ও সাপোর্ট স্টাফদের তালিকা আইসিসির দুর্নীতি দমন ইউনিটে দেওয়ার পর থেকেই এই দুশ্চিন্তার উত্থান। বিসিবির কর্তাদের সন্দেহ, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খান জড়িত। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানায়নি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

তবে বিসিবির এমন সন্দেহ আরও প্রবল হয়ে উঠে, বিভাগীয় কোচ মমিনুল হকের নিয়োগকে কেন্দ্র করে। যেখানে বিপিএলের অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কোচদের দ্বারস্ত, সেখানেই উল্টো পথে হেঁটেছে চট্টগ্রাম রয়্যালস। ব্রাদার্স ইউনিয়নের সাবেক কোচ মমিনুল।

একইসঙ্গে গুঞ্জন, আমিন খানের এক আত্মীয়ও চট্টগ্রামের কর্মকর্তা হিসেবে রয়েছেন। যদিও নিজে কিংবা আত্মীয় কেউ চট্টগ্রামের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অকপটে অস্বীকার করছেন আমিন খান। গণমাধ্যমে আমিনের ভাষ্য, ‘চট্টগ্রামের সঙ্গে আমি নেই। মমিন আছে।’

ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তাকে নিয়ে সন্দেহের অন্যতম কারণ বিপিএলের সবশেষ আসরের অন্যতম বিতর্কিত দল দুর্বার রাজশাহীর সঙ্গে অতোপ্রতভাবে জড়িত ছিলেন তিনি। সূত্র বলছে, বিসিবির দুর্নীতি দমন ইউনিটের লাল তালিকাতেও আমিনের নাম উঠেছে।

আর চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে এতসব অনিশ্চয়তা, বিতর্ক, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ বিপিএলের এবারের আসরের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এতে প্রতিযোগিতার মান এবং আয়োজনের সামগ্রিক ভাবমূর্তিও হুমকিতে। যদি শেষ পর্যন্ত চট্টগ্রাম নিজেদের অবস্থান স্পষ্ট করতে না পারে কিংবা কার্যকর ব্যবস্থাপনা গ্রহণে ব্যর্থ হয়, তবে বিসিবিকেই শেষমেশ দলটির দায়িত্ব নিতে হতে পারে, যা ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগ পরিচালনায় আরও জটিলতা তৈরি করবে। সবমিলিয়ে, বিপিএলের এই আসর শুরু হওয়ার আগেই শঙ্কার মেঘ ঘনীভূত; আর চট্টগ্রাম রয়্যালসের ভবিষ্যৎও একই অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence