বিপিএলে আরও এক চমক নোয়াখালীর
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য অন্যতম শক্তিশালী দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির হয়ে বিপিএলে খেলতে আসছেন মোহাম্মদ নবি। এবার আরেক আফগান তারকাকে দলে টানছে তারা। দলটির হয়ে খেলতে আসছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার জহির খান।
আন্তর্জাতিক অঙ্গনে এই রিস্ট স্পিনার খুব বেশি পরিচিতি না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। অবশ্য, বিপিএলেও এর আগে খেলেছেন তিনি। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের জার্সিতে তাকে দেখা গিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে এবারের ঘরোয়া এই টুর্নামেন্টের। তবে আসর শুরুর আগেই আলোচনায় নোয়াখালী। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে ভেড়ায় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাকিস্তানের ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলীকে নিয়ে আরও শক্তিশালী হয় স্কোয়াড।
এ ছাড়া নিলাম থেকেও বেশ ভালো দল সাজায় নোয়াখালী। যেখানে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় তারা। অবশ্য নিলামের আগে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় দলটি।
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, মোহাম্মদ নবি এবং কুশল মেন্ডিস।
নিলাম থেকে: জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।