বিপিএলে উপস্থাপক প্যানেলেও বড় চমক

বাম থেকে জয়নব আব্বাস ও রিধিমা
বাম থেকে জয়নব আব্বাস ও রিধিমা  © সংগৃহীত

সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। একইদিনে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও মুখোমুখি হবে। এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণার পর এবার উপস্থাপিকাদের নামও প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের পরিচয়সংবলিত ভিডিও প্রকাশ করে বিষয়টি জানায় তারা।

এদিকে বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও একের পর এক চমক দিচ্ছে বিসিবি। ইতোমধ্যে দেশি সমন্বয় ঘোষ, পাকিস্তানের রমিজ রাজা ও ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের নাম নিশ্চিত করা হয়েছে। 

এদিকে আইএল টি-টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি যোগ দেবেন ড্যানি মরিসন। অন্যদিকে প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুসও।

এ ছাড়াও নিয়মিত মুখ ফারভেজ মাহরুফের সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। গুঞ্জন আছে, উপস্থাপিকা জয়নব আব্বাসও কিছু ম্যাচে মাইক্রোফোন হাতে নেবেন।

দেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। সবমিলিয়ে এখন পর্যন্ত ১১ জনের তালিকা চূড়ান্ত হয়েছে।

২৬ ডিসেম্বর সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence