বিপিএল নিলামে নাম ছিল না রিশাদের, অস্ট্রেলিয়ায় গেলেন বিগ ব্যাশ খেলতে

রিশাদ হোসেন
রিশাদ হোসেন  © সংগৃহীত

রিশাদ হোসেন, বাংলাদেশের নির্ভরযোগ্য লেগ স্পিনার। জাতীয় দলে জায়গা করে নেবার পর থেকে আলো কেড়ে নিয়েছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়া, লাস্ট দিকে ব্যাট হাতে দ্রুত রান তোলায় ইতোমধ্যে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। চলতি বিপিএল নিলামে নিজের নাম নিবন্ধন করেননি তিনি। আগেই নিশ্চিত হয়েছিল বিশ ব্যাশে খেলার। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন তিনি।

গত মৌসুমেও একই দলে সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে সেবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি। এবার আগে ভাগেই রিশাদ পেয়েছেন অনাপত্তিপত্র।

হোবার্টে বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার—রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে। জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করার পথে তিনি নিয়েছেন ৭ উইকেট। এর আগের বছর নিয়েছেন ৯ উইকেট। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা।

জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে। পরপর দুইবার রিশাদকে দলে নিয়েছে হোবার্ট, তার মানে এই লেগ স্পিনারকে ঘিরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে দলটির। ড্রাফটের তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ ছাড়ার পর চতুর্থ রাউন্ডে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকে দলে নিয়েছে। মানে হোবার্টে তিনজন বিদেশি ক্রিকেটারের মধ্যে দুজনই লেগ স্পিনার। দুজনই আবার ব্যাট হাতে অবদান রাখতে পারেন।

রিশাদ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ৯৬টি, ফিফটি ১টি। তাঁর স্ট্রাইক রেট ১৩৪.৩৯। রেহান গত ১৩ নভেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এরপর চোটে পড়েছেন তিনি। যদিও বিবিসি জানিয়েছে, এই চোট তাঁর বিগ ব্যাশে খেলায় প্রভাব ফেলবে না।

বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন। এখন দেখার অপেক্ষা রিশাদ কতগুলো ম্যাচে সুযোগ পান, তাঁর ভূমিকা কী থাকে। গত মৌসুমে হোবার্টের অধিনায়কত্ব করেছেন পেসার নাথান এলিস। এর আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। ২০১৩-১৪ মৌসুমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে, ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন মেলবোর্ন স্টারস দলে।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence