রিশাদের লেগ স্পিন এখন আরও ভয়ঙ্কর, গুগলি পুরোপুরি আয়ত্তে তার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
বাংলাদেশ দল বহুদিন ধরেই আক্ষেপে ভুগছিল লেগ স্পিনারের অভাবে। সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। তবে লেগ স্পিনারের প্রধান অস্ত্র ‘গুগলি’ ছিল তার ঝুলিতে খুব একটা কার্যকর নয়। এক বছর ধরে নিরন্তর চেষ্টা করে আসছেন তিনি। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সেই গুগলির ঝলক দেখালেন রিশাদ।
কার্টিস ক্যাম্ফার ব্যাটিংয়ে যখন ধুঁকছিলেন ১৫ বলে মাত্র ৯ রান, তখন রিশাদের গুগলিতেই ছিন্নভিন্ন হয়ে যায় তার স্টাম্প। ক্যাম্ফার স্কয়ার কাট খেলতে গিয়ে পুরোপুরি বোকা বনে যান। রিশাদ বল হাতে স্টাম্প লক্ষ্যভেদ করতেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে ছিল দীর্ঘ প্রতীক্ষার পর এক মধুর স্বস্তির অনুভূতি। বাংলাদেশি লেগ স্পিনারের গুগলিতে প্রতিপক্ষের স্টাম্প উড়ে যাওয়া দৃশ্য সত্যিই বিরল।
বহু বছর ধরেই লেগ স্পিনারের সন্ধানে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ দল। সেই অপেক্ষা অনেকটা ঘুচেছে রিশাদের আবির্ভাবে। লেগ স্পিনের সঙ্গে নতুন নতুন বৈচিত্র্য যোগ করছেন তিনি। গত এশিয়া কাপ থেকেই তার গুগলি নজরে পড়ছিল, আজ সেটিই এনে দিল বড় সাফল্য।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে একাদশে ফেরানো হয় রিশাদকে। আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর শুরুতে ২৪ বলে ৩৮ রান তুলে চাপ তৈরি করলেও মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম জুটি ভাঙেন। এরপর অষ্টম ওভারে এসে আরও চাপ বাড়ান রিশাদ, ওভারে দেন মাত্র ২ রান। ক্যাম্ফারকে ফেরানোর পরের ওভারেও নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।
পুরো ম্যাচে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ। টার্ন যেমন পেয়েছেন, তেমনি তার গুগলি দেখে গ্যালারির দর্শকদের চোখও জুড়িয়ে গেছে। গুগলি নিয়ে রিশাদের মন্তব্য, ‘চেষ্টা করছি। বাকিটা দেওয়ার মালিক আল্লাহ।’