বড় সুখবর পেলেন রিশাদ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে সিরিজটি। চলমান এই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রিশাদ হোসেন। এবার ধারাবাহিকতার সেই পুরস্কারও পেলেন এই লেগি। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলার ও অলরাউন্ডার উভয় তালিকায় বড় লাফ দিয়েছেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠেছেন রিশাদ। বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। পাশাপাশি ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে ৩৭তম উঠেছেন রিশাদ।

সিরিজের দুটি ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ৩৯ এবং ১৩ বলে ২৬ রানের ঝোড়ো দুটি ইনিংস খেলেন রিশাদ। পাশাপাশি দুই ম্যাচ মিলিয়ে বল হাতে ৯ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

এদিকে রিশাদ ছাড়াও মেহেদী হাসান মিরাজ র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন টাইগার দলপতি। এছাড়া ব্যাটারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে ৩৫তম উঠেছেন তাওহীদ হৃদয়।

অন্যদিকে হোম অব ক্রিকেটের স্পিন স্বর্গে সুবিধা করতে না পারায় র‍্যাঙ্কিংয়ে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের অবনতি হয়েছে। জাকের আলি ৩ ধাপ পিছিয়ে ৭৮ এবং ইনজুরির কারণে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা লিটন দাস ৭ ধাপ পিছিয়ে ৯১তম স্থানে রয়েছেন।

অবশ্য, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের শুভমান গিল শীর্ষস্থান ধরে রেখেছেন। এছাড়া বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের মধ্যে তারই স্বদেশী আজমতউল্লাহ ওমরজাই শীর্ষে রয়েছেন। 


সর্বশেষ সংবাদ