বিপিএলে সিলেট টাইটান্সের বড় চমক, দলে ভেড়াল ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে

মঈন আলি
মঈন আলি  © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে নতুন মালিকানা ও নতুন নাম নিয়ে মাঠে নামছে সিলেট টাইটান্স। নিলামে দল গঠনের পরও স্কোয়াড শক্তিশালী করার সুযোগ কাজে লাগিয়ে বড় চমক দেখিয়েছে সিলেট। তারা দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলিকে।

নিলামের পর একে একে বিদেশি ক্রিকেটার যুক্ত করছে সিলেট টাইটান্স। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মঈন আলি। এর আগে তিনি বিপিএলে দুইটি ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি আসরে খেলেছেন। সর্বশেষ ২০২৪ পর্যন্ত টানা তিন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার, যেখানে দু’বার শিরোপা জয়ের স্বাদ পান। তবে এই প্রথমবারের মতো সিলেট ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে মঈন আলিকে।

মঈনের আগে ইংল্যান্ডের আনক্যাপড অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে ভেড়ায় সিলেট টাইটান্স। সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে ব্যাট হাতে নজর কাড়েন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ইংলিশ টি-টোয়েন্টি সার্কিটে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর ব্রুকসের অন্তর্ভুক্তি সিলেটের স্কোয়াডে বাড়তি ভারসাম্য যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন ইথান ব্রুকস। ৫৭টি বাউন্ডারির সাহায্যে টুর্নামেন্টে করেন ৩৮০ রান, সঙ্গে তিনটি অর্ধশতক। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৮ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬৯৫ রান। তিনটি ফিফটিতে ৯৯টি বাউন্ডারি হাঁকানো এই ডানহাতি মিডিয়াম পেসার মিডল অর্ডারে শক্তি ও বোলিংয়ে বাড়তি অপশন এনে দিতে পারেন সিলেট টাইটান্সকে।

একনজরে সিলেট টাইটান্সের স্কোয়াড

পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার), ইথান ব্রুকস, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব ও মঈন আলি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence