বাংলাদেশকে সঙ্গে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

আফগানিস্তান- শ্রীলঙ্কা ম্যাচ
আফগানিস্তান- শ্রীলঙ্কা ম্যাচ  © সংগৃহীত

কাগজে-কলমে ম্যাচটা ছিল আফগানিস্তান- শ্রীলঙ্কার, কিন্তু বাস্তবে ছিল যেন এক ত্রিমুখী লড়াই। কারণ, একটি ম্যাচেই ঝুলে ছিল সুপার ফোরের তিনটি দলের ভাগ্য আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

রোমাঞ্চকর এক ম্যাচে শেষ পর্যন্ত আফগানদের ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ের সুবাদে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। অন্যদিকে, হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য সহজ হওয়ার পথ তৈরি করে দিয়েছে তারা পাওয়ার প্লেতে আফগানিস্তানের ব্যাটিং ধসিয়ে। মাত্র ৭৯ রানে ৬ উইকেট তুলে নেয় লঙ্কান বোলাররা।

আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান। মোহাম্মদ নবী শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ২২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে রশিদ খান যোগ করেন ২৩ বলে ২৪ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২৪ এবং ওপেনার সাদেকুল্লাহ আতাল ১৮ রান করেন।

জবাবে নেমে শ্রীলঙ্কা শুরুতেই ওপেনার পাথুম নিশাঙ্কা (৬) এবং মিশারা (৪৭) হারালেও টিকে ছিলেন কুশল মেন্ডিস। ৫২ বলে ৭৪ রানের তাঁর ইনিংস ছিল ম্যাচের চাবিকাঠি। ১০টি চার মারতে দেখা যায় তাকে।

কুশল মেন্ডিসের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন কুশল পেরেরা, যিনি ২০ বলে ২৮ রান করেন। চারিথা আশালঙ্কা ১২ বলে ১৭ রান যোগ করেন, আর শেষ দিকে কামিন্দু মেন্ডিস ১৩ বলে অপরাজিত ২৬ রানে ম্যাচ শেষ করেন।

শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা সুপার ফোরে জায়গা পায়। বাংলাদেশও নিশ্চিত করেছে তাদের জায়গা। এই গ্রুপের পাশাপাশি সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে চার দল—বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান—পরস্পরের বিপক্ষে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই ফাইনালে উঠবে।


সর্বশেষ সংবাদ