খেলবে দুই দল, লড়াই হবে ত্রিমুখী, বাংলাদেশের ভাগ্য পরীক্ষা আজ

আফগানিস্তানকে হারানো শ্রীলঙ্কার জন্য খুব একটা সহজ হবে না
আফগানিস্তানকে হারানো শ্রীলঙ্কার জন্য খুব একটা সহজ হবে না  © ফাইল ছবি

এশিয়া কাপে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হবে ত্রিমুখী সমীকরণের লড়াই। আবুধাবিতে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে আছে। মাঠে খেলবে দুই দল, কিন্তু তৃতীয় দল হিসেবে বাংলাদেশ সমর্থকেরাও শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় তাকিয়ে থাকবে ম্যাচটির ফলাফলের দিকে।

সমীকরণ সহজ—আজ শ্রীলঙ্কা জিতলেই বা ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ সুপার ফোরে যাবে। কিন্তু আফগানিস্তান জিতলে আসবে জটিল রান রেটের হিসাব। আর সেই হিসাবে বাংলাদেশের বিদায়ের আশঙ্কাই বেশি।

কারণ, নেট রান রেটে আফগানিস্তান ও শ্রীলঙ্কা অনেক এগিয়ে। আফগানিস্তানের নেট রান রেট ‍+২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬। আর বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়ে আছে -০.২৭০-এ। তাই বাংলাদেশের সমর্থকেরা আজ লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে থাকবেন। তবে কাজটা শ্রীলঙ্কার জন্য সহজ হবে না, কারণ আফগানরা এখন অনেক বেশি শক্তিশালী দল।

আরও পড়ুন: আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে কী ফল হলে বাংলাদেশ সুপার ফোরে উঠবে

টি-টোয়েন্টিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ৮ বার। যেখানে ৫-৩ ব্যবধানে এগিয়ে লঙ্কানরা। প্রথমবার দেখা হয়েছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে আফগানিস্তান হেরেছিল ৬ উইকেটে। তবে সময়ের সঙ্গে পাল্টেছে অনেক কিছু। রশিদ খানের নেতৃত্বে আফগানরা এখন আরও ভয়ংকর দল।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে আফগানরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম ম্যাচে ৪ রানে হেরেছিল আফগানরা, দ্বিতীয় ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে হারে। তবে শেষ ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়ে ৩ রানে জয় তুলে নেয়। ওই সিরিজে ছিলেন না রশিদ খান। আজ তিনি খেলছেন, তাই আফগানদের মনোবল আরও চাঙা।

এশিয়া কাপে আগে দুইবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০২২ সালে একটিতে জয় পেয়েছিল শ্রীলঙ্কা, আরেকটিতে আফগানরা। তবে আজকের ম্যাচে সবার নজর থাকবে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই দুর্দান্ত খেলেন তিনি। এখন পর্যন্ত ৬ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে করেছেন ২৪৮ রান, স্ট্রাইক রেট ১৭২.২২।

তবে তার বিপরীতে লড়াইটা হবে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরার সঙ্গে। চলতি বছর টি-টোয়েন্টিতে মাত্র পাঁচ ইনিংসে বল করে তিনি নিয়েছেন ১১ উইকেট। নতুন বলে চামিরার আগ্রাসী বোলিং সামলানো সহজ হবে না গুরবাজের জন্য। বাংলাদেশি সমর্থকেরা নিশ্চয়ই চাইবেন—এই লড়াইয়ে যেন চামিরাই এগিয়ে যান, গুরবাজকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে জয়ের পথ দেখান।

বাংলাদেশের সমর্থকেরা কোন দিকে?

বাংলাদেশের সমর্থকেরা তাই আজ শ্রীলঙ্কার দিকেই তাকিয়ে থাকবে। লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে জায়গা করে নেবে। তবে আফগানিস্তান জিতলে শুরু হবে জটিল হিসাব, যেখানে বাংলাদেশের অবস্থাই সবচেয়ে দুর্বল।

আজকের ম্যাচ তাই শুধু শ্রীলঙ্কা ও আফগানিস্তানের নয়, বাংলাদেশেরও ভাগ্য নির্ধারণ করতে পারে। ক্রিকেট মাঠে দুই দল লড়বে, কিন্তু মাঠের বাইরে তৃতীয় দল হিসেবে বাংলাদেশও সমানভাবে জড়িয়ে আছে এই সমীকরণে।


সর্বশেষ সংবাদ