আফগানিস্তানকে হারানোর পর সুসংবাদ পেল বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ   © সংগৃহীত

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো পরীক্ষার সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। তবে সমীকরণ ছিল একদমই সহজ; হারলেই বিদায়, জয় মানেই সুপার ফোরের স্বপ্ন জিইয়ে থাকবে। এমন সমীকরণে লেটার মার্কস পেয়েছে টাইগাররা। এই জয়ে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ।

একধাপ এগিয়ে নবমস্থানে উঠেছে লিটন দাসের দল। অন্যদিকে ১০-এ নেমে গেছে আফগানিস্তান। তবে শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তানকে ১৪৬ রানে আটকে দিয়ে ৮ রানের জয় পায় লাল-সবুজেরা। এই জয়ে টেবিলের দুইয়ে লিটন বাহিনী।

এতে সুপার ফোরের দৌড়েও টিকে রইল লিটন-শামীমরা। তবে বড় ব্যবধানে জিততে না পারায় সামনে বন্ধুর পথ বাংলাদেশের। কেবল ভাগ্য সহায় হলেই সুপার ফোরে যেতে পারে টাইগাররা। কেননা, লঙ্কানদের সমান ৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে বেশ পিছিয়ে লাল-সবুজেরা। +১ দশমিক ৫৪৬ নেট রানরেটে সবার উপরে শ্রীলঙ্কা। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট –০.২৭০। অন্যদিকে টেবিলের তিন থাকা আফগানদের ২ পয়েন্ট হলেও নেট রানরেট +২.১৫০। 

এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারালে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ। তবে আফগানরা জিতলে নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে। নেট রানরেটে এগিয়ে সবার আগে সুপার ফোরে যাবে আফগানিস্তান। ব্যবধান খুব বেশি বড় না হলে তাদের সঙ্গে শ্রীলঙ্কাও উঠে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে সেই ম্যাচের ফল ও ব্যবধানের ওপর নির্ভর।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!