বায়ার্ন ঝড়ে উড়ে গেল চেলসি, তিন গোলে হার

বায়ার্ন ঝড়ে উড়ে গেল চেলসি
বায়ার্ন ঝড়ে উড়ে গেল চেলসি  © সংগৃহীত

হ্যারি কেইনের গোলমেশিনে রূপ নেওয়ার গল্প যেন থামছেই না। বায়ার্ন মিউনিখের হয়ে একের পর এক গোল করে চলেছেন ইংলিশ স্ট্রাইকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচেও তার জোড়া গোলের পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়েছে চেলসিকে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মান জায়ান্টদের কাছে ৩-১ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল ইংলিশ ক্লাবটি।

প্রায় আড়াই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই কঠিন পরীক্ষার মুখে পড়ে চেলসি। শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধেই হোঁচট খায় এনজো মারেসকার দল। ৭ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে ব্লুজরা— একটি আত্মঘাতি ট্রেভো চালোবাহর, অন্যটি পেনাল্টি থেকে হ্যারি কেইনের।

আরও পড়ুন: জকসু নির্বাচন ২৭ নভেম্বর

তবে গোল হজম করেই যেন জেগে ওঠে চেলসি। মাত্র দুই মিনিট পরেই চমৎকার এক গোল করে ব্যবধান কমান কোল পামার। তার দুর্দান্ত টপ কর্নার শটে স্কোরলাইন দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে চেলসি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বায়ার্নের অভিজ্ঞতা ও নিয়ন্ত্রিত ফুটবলের সামনে আর পেরে ওঠেনি। ম্যাচের ৬১তম মিনিটে সার্জ জিনাব্রির পাস থেকে কেইন আবারও গোল করেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

চেলসির তরুণ দলটি সাহসিকতার সঙ্গে লড়লেও অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে পড়ে। তাদের রক্ষণভাগে ছিল শৃঙ্খলার অভাব, আর মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হন খেলোয়াড়রা।

ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, ‘চেলসি দুর্দান্ত লড়াই করেছে। তবে আমরা জানতাম, ধৈর্য ধরে খেললে সুযোগ আসবে।’ চেলসির জন্য এটি ছিল একটি বাস্তবতা যাচাইয়ের ম্যাচ। শীর্ষ পর্যায়ে টিকে থাকতে হলে, তাদের দ্রুত ভুল থেকে শিক্ষা নিতে হবে।


সর্বশেষ সংবাদ