বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অনলাইনে সার্টিফিকেট সত্যায়ন: ধাপে ধাপে গাইডলাইন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা একটি আবশ্যিক প্রক্রিয়া। এ সত্যায়ন প্রক্রিয়াটি এখন সম্পূর্ণভাবে অনলাইনে করা যাচ্ছে, ফলে আর যেতে হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ে। সরকারের উদ্যোগে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে চালু হয়েছে এই ডিজিটাল সেবা, যা পরিচালিত হচ্ছে মাইগভ (MyGov) প্ল্যাটফর্মের মাধ্যমে।
১. প্রয়োজনীয় কাগজপত্র—
*জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইনে নিবন্ধিত জন্মসনদ;
*শিক্ষাগত যোগ্যতার স্ক্যান করা সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট (JPEG, JPG অথবা PNG ফরম্যাটে);
*প্রতিটি ফাইলের সাইজ হতে হবে ১ এমবির মধ্যে;
পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক বলে আগে থেকেই প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করুন।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: সাশ্রয়ী খরচ ও সহজে ভিসা সুবিধা প্রাপ্তিতে আদর্শ ৮ দেশ
২. ধাপে ধাপে আবেদনপ্রক্রিয়া—
২.১ মাইগভ-এ অ্যাকাউন্ট নিবন্ধন;
*ভিজিট করুন: https://mygov.bd ঠিকানায়;
*নাম, মোবাইল নম্বর/ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন;
*একটি পাসওয়ার্ড সেট করুন;
২.২ প্রোফাইল যাচাইকরণ
*এনআইডি বা জন্মসনদের নম্বর ও জন্মসাল দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে;
*একটি এনআইডি দিয়ে কেবল একটি অ্যাকাউন্ট যাচাই করা যাবে;
২.৩ সঠিক আবেদন খুঁজে বের করুন
*হোমপেজে ‘বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন’ সেবা নির্বাচন করুন;
*প্রয়োজনীয় আবেদন অপশন বেছে নিন;
*চাইলে সার্চবক্সে নথির নাম লিখে বা ভয়েস কমান্ড দিয়েও খুঁজে নিতে পারেন;
২.৪ আবেদন ফরম পূরণ
*লাল তারকাচিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে;
*একাধিক নথি যুক্ত করতে চাইলে (+) বাটনে ক্লিক করুন;
*আবেদন একবারে না করে ড্রাফট হিসেবেও সংরক্ষণ করা যাবে;
২.৫ নথিপত্র আপলোড করুন
*নির্ধারিত ফরম্যাটে (JPEG/JPG/PNG) স্ক্যান করা ফাইল আপলোড করুন;
*ফাইল সম্পূর্ণ আপলোড না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া যাবে না;
*চাইলে আগে থেকেই সব নথি প্রোফাইলে সংরক্ষণ করে রাখতে পারেন;
২.৬ আবেদন ফি প্রদান
*কিছু সেবা বিনা মূল্যে পাওয়া যাবে, আবার কিছু সেবার জন্য নির্ধারিত ফি রয়েছে;
*ফি প্রদান করা যাবে যেসব মাধ্যমে—
> অনলাইন ব্যাংকিং
> কার্ড পেমেন্ট
> মোবাইল ওয়ালেট (বিকাশ, নগদ ইত্যাদি);
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
৩. আবেদন ট্র্যাকিং ও ফলাফল—
*আবেদন জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নম্বর পাবেন;
*এই নম্বর ব্যবহার করে ‘সেবা ব্যবস্থাপনা’ অপশন থেকে আবেদনের অগ্রগতি দেখা যাবে;
*নির্ধারিত কার্যদিবস শেষে সত্যায়িত নথি ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে;
*সেখান থেকেই ডাউনলোড করা যাবে;
৪. গুরুত্বপূর্ণ বিষয়—
*একটি এনআইডি দিয়ে শুধু একটি মাইগভ অ্যাকাউন্ট যাচাই করা সম্ভব;
*আবেদনের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে শেষ করুন;
*প্রোফাইল যাচাই সঠিকভাবে না হলে আবেদন জমা দেওয়া সম্ভব নয়।