খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:১০ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান রাত ১০টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। তিনি দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করার পর রাত ২টার দিকে হাসপাতাল ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা হন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত ১০টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যান এবং দুই ঘণ্টা পর হাসপাতাল ত্যাগ করেন বলে জানান শায়রুল কবির খান। এছাড়া তারেক রহমানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
রাত ২টার পর হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় ডা. জাহিদ বলেন ‘বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ইতোমধ্যেই জানিয়েছি, উনি তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার চিকিৎসা নিয়ে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে।’