অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ AM
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটময়, তিনি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় ডা. জাহিদ বলেন ‘বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ইতোমধ্যেই জানিয়েছি, উনি তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার চিকিৎসা নিয়ে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে।’
ডা. জাহিদ আরও জানান, দেশে এবং বিদেশে থাকা মেডিকেল বোর্ডের সকল সদস্য সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন। বাংলাদেশে উপস্থিত চিকিৎসকরা হসপিটালে অবস্থান করছেন এবং বিদেশি বিশেষজ্ঞরা ভার্চুয়ালি চিকিৎসা পরামর্শ প্রদান করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, এজেড এম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, প্রফেসর এ কিউএম মহসিন, প্রফেসর এ কিউএম রেজা, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. শাকিল ফরিদ ও ডা. খালেদ।
বিদেশে যুক্তি দিচ্ছেন ইউকের ও ইউএসএর চিকিৎসকরা—মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. রফিকউদ্দিন আহমেদ, জন হ্যামিল্টন, হামিদ জন হপকিনস, ইউকের প্রফেসর ডা. প্যাট্রিক কেডি, প্রফেসর ডা. জেনিফার ক্রস, প্রফেসর ডা. রিচার্ডসহ অন্যান্য চিকিৎসকরা। তারা সকলে সার্বক্ষণিকভাবে অনলাইনে চিকিৎসার পরামর্শ প্রদান করছেন।
ডা. জাহিদ বলেন, ‘এই কঠিন সময়ে আমরা দেশের মানুষকে আবারও দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে অপেক্ষা করছেন, তাদের ধন্যবাদ জানাই। দেশের মানুষের উৎকণ্ঠা দূর করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সকলের প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’